Sunday, November 16, 2025

West Bengal Assembly: BSF-এর এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় প্রস্তাব পাশ রাজ্য বিধানসভায়

Date:

BSF-এর এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় প্রস্তাব পাশ রাজ্য বিধানসভায় (West Bengal Assembly)। মঙ্গলবার, ভোটাভুটিতে প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন তৃণমূলের (TMC) ১১২ জন বিধায়ক। প্রস্তাবের বিরোধিতায় ভোট দিয়েছেন বিজেপির ৬৩ জন বিধায়ক। ISF বিধায়ক নৌসাদ সিদ্দিকি (Nousad Siddiki) প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন বলে সূত্রের খবর। নিয়ম অনুযায়ী এই পাশ হওয়া প্রস্তাব যাবে কেন্দ্রের কাছে।

বিধানসভায় (West Bengal Assembly) রাজ্যের শাসকদলের বিধায়ক সংখ্যা বেশি। BSF-র এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাশ হয়ে যাবে সেই বিষয়টি মোটামুটি নিশ্চিত ছিল। সেই মতো এদিন ভোট হয়। বিধানসভার ১৮৫ নম্বর রুল অনুযায়ী BSF-র এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদে প্রস্তাব আনা হয়। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) BSF-র এক্তিয়ার বাড়ানো ইস্যুটির বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করেন। ভোটাভুটির অনুমতি দেন অধ্যক্ষ। ভোটাভুটিতে প্রস্তাব পাশ হয়।

শাসক দলের পক্ষে এই আলোচনায় অংশ নেন পরিষদীয় মন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়, উপ মুখ্য সচেতক তাপস রায় (Tapas Roy) ও রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী হুমায়ুন কবীর(Humayun Kabir) ও দিনহাটা থেকে সদ্য উপ-নির্বাচনে জয়ী বিধায়ক উদয়ন গুহ। অন্যদিকে, বিরোধী পক্ষের হয়ে প্রস্তাবের বিপক্ষে বলেন বিরোধী দলনেতা, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।

এদিন বিধানসভায় এই ইস্যুতে দাপুটে মেজাজে দেখা গেল তাপস রায়কে। নিজের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর ক্ষুরধার যুক্তি দিয়ে আক্রমণাত্মক ভঙ্গিমায় বলতে থাকেন তাপস রায়। এতটাই প্রাসঙ্গিক ছিল বরানগরের তৃণমূল বিধায়কের বক্তব্য, যে বিরোধী আসন থেকে একবারের জন্য কেউ তাপসবাবুর যুক্তি খন্ডন করতে পারেননি।

আরও পড়ুন-Viral Video: চন্দননগরে পুলিশ কিয়স্কে ‘গুন্ডাগিরি’ প্রাইভেট সিকিউরিটি কর্মীদের, দ্রুত পদক্ষেপ জেলা পুলিশের

পরে, সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক বলেন, বিএসএফের কাজের পরিসর বৃদ্ধি করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করেছে কেন্দ্র। বাহিনীকে নিযুক্ত করার ক্ষেত্রে রাজ্যের অনুমোদন প্রয়োজন। কিন্তু রাজ্যের সঙ্গে আলোচনা না করে রাজ্যের সীমানা বিএসএফের হাতে দেওয়া হয়েছে।

Related articles

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...
Exit mobile version