Sunday, August 24, 2025

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ, গোয়া কংগ্রেসকে তুলোধনা করলেন ফালেরিও

Date:

“কংগ্রেস দলটা বিধায়ক বেচার হোলসেলার৷ বিজেপির কাছে অন্তত ১৬ জন বিধায়ককে কংগ্রেস বিক্রি করেছে। গোয়ার(Goa) মানুষ কংগ্রেসকে(Congress) ভোট দিয়েছিল। বিজেপির(BJP) বিরুদ্ধে ভোট দিয়েছিল। কিন্তু গোয়ার মানুষের সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস। এখন ওরা নীতিকথা শেখাচ্ছে। ভোট সামনে আবার মাঠে নেমে পড়েছে। ওদের কোনও অধিকার নেই গোয়াবাসীর কাছে ভোট চাওয়ার।” ঠিক এই ভাষাতেই কংগ্ৰেসকে তুলোধনা করলেন লুই জিনহ ফালেরিও(luizinho faleiro)।

বাংলা থেকে রাজ্যসভার জন্য মনোনয়ন পেশ করেছেন ফালেরিও। রাজ্যসভার আসনে তাঁর জয় পুরোপুরি নিশ্চিত। এহেন পরিস্থিতির মাঝে বৃহস্পতিবার গোয়ায় আত্মবিশ্বাসী ফালেরিও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সংসদে গিয়ে তিনি গোয়ার মানুষদের দুর্দশার কথা তুলে ধরবেন। বিজেপির সরকার গোয়ার জন্য যে আসলে কিছুই করেনি তাও জানাবেন দেশবাসীকে। রাজ্যসভার সাংসদ পদ যে তাঁর কাছে রিটায়ারমেন্ট বেনিফিট নয় তাও জোর গলায় জানিয়েছেন ফালেরিও। তৃণমূল কংগ্রেস কেন গোয়ায় আসছে তা নিয়ে অনেকে অনেক কিছু বলছে। ফালেরিও বলেন, তৃণমূল কংগ্রেস গোয়ায় ভোট ভাগ করতে নয় গোয়ার মানুষের অধিকারের জন্য লড়াই করবে। জিতবে। সংসদেও এই অধিকারের কথা বলবে তৃণমূল কংগ্রেসের সব সাংসদরাই। আমি এখন আর একা নই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে গোয়ায় তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হবে। এদিন গোয়ার পানাজীর দলীয় দফতরে এভাবেই আক্রমণাত্মক ছিলেন দলের সর্বভারতীয় সহ সভাপতি লুই জিনহ ফালেরিও।

আরও পড়ুন:মণিপুর হামলায় জড়িত দুই জঙ্গি গ্রেফতার, জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

অন্যদিকে এদিন তৃণমূল নেতা লিয়েন্ডার পেজ গোয়ার মাপুসা মার্কেটে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের অভাব অভিযোগের কথা শোনেন। পাশাপাশি এদিন গোয়ার প্রখ্যাত ব্যবসায়ী উলবোর ফ্রেডরিক টিকলো যোগ দেন তৃণমূল কংগ্রেসে। লুই জিনহ ফালেরিও হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি।

Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...
Exit mobile version