India-New Zealand:  ভারত-নিউজিল‍্যান্ড ম্যাচের আগে ইডেন বেল বাজাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়

২০১৫ সালে সিএবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরই ক্লাব হাউসের লোয়ার টিয়ারে ইডেন বেল বসিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

আগামী ২১ নভেম্বর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত হতে চলেছে ভারত-নিউজিল‍্যান্ড ( india-New Zealand) টি-২০ ( T-20) সিরিজের তৃতীয় ম‍্যাচ। প্রায় দু’বছর পর করোনা প্রবাহের পর আবারও ইডেনে ফিরছে আন্তর্জাতিক ম‍্যাচ। সেই ম‍্যাচকে চমক দিতে চলেছে সিএবি। সিএবি সূত্রের খবর, ভারত-নিউজিল‍্যান্ড ম্যাচ শুরু হওয়ার আগে ইডেন বেল বাজাবেন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

২০১৫ সালে সিএবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরেই, ক্লাব হাউসের লোয়ার টিয়ারে ইডেন বেল বসিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লর্ডস বেল-এর আদলে এই ইডেন বেল বসানো হয়েছিল। ২০১৬ সালের ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট ম‍্যাচের সময় উদ্ধোধন করা হয় ইডেন বেল-এর। প্রথমবার এই বেল বাজিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেব।

এই মুহূর্তে ভারত-নিউজিল‍্যান্ড তিন ম‍্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে রোহিত শর্মার দল। শুক্রবার রাঁচিতে দ্বিতীয় ম‍্যাচে নামবে টিম ইন্ডিয়া। সেই ম‍্যাচে জয় তুলে সিরিজে এগিয়ে থাকতে চান ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।

আরও পড়ুন:জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করতে চান বাগান কোচ হাবাস

Previous articleRation: করোনা ভ্যাকসিন হয়নি! ডিসেম্বরের পর আর মিলবে না রেশন, জারি হল নির্দেশ
Next articleAparna Sen: BSF নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, এবার অপর্ণা সেনকে আইনি চিঠি