Wednesday, May 7, 2025

Syed mushtaq ali trophy: সৈয়াদ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল বাংলা

Date:

সৈয়াদ মুস্তাক আলি ট্রফির (syed mushtaq ali trophy) কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল বাংলা (bengla)। এদিন কোয়ার্টার ফাইনালে কর্ণাটকের ( karnataka) কাছে সুপার ওভারে হেরে যায় বাংলা। সুপার ওভারে দুর্বল ব্যাটিংয়ের কারণে মুস্তাক আলি থেকে বিদায় নিতে হল বাংলাকে।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়। ম‍্যাচে প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে কর্ণাটক। কর্ণাটকের হয়ের অর্ধশতরান করুন নাইয়ারের। ৫৫ রানে অপরাজিত তিনি। ৩০ রান করেন রোহান কাদাম। ২৯ রান করেন কর্ণাটক অধিনায়ক মণিশ পান্ডে। বাংলার হয়ে একটি করে উইকেট নেন মুকেশ কুমার, আকাশদীপ, সায়ন ঘোষ, ঋত্বিক চট্টোপাধ্যায় এবং শাহবাজ আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং ঋত্বিক চট্টোপাধ্যায়ের। ৫১ রান করেন তিনি। ব‍্যাট করতে নেমে প্রথম ওভারেই বিজয় কুমারকে পিটিয়ে ২০ রান তুলে দেন শ্রীবৎস গোস্বামী। তবে মাত্র ২২ রানেই আউট হয়ে যান তিনি। ক্রিজে বেশিক্ষণ টেকেননি অধিনায়ক সুদীপও। মাত্র ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। একদিকে ঋত্বিক চট্টোপাধ্যায় ধরে থাকলেও উল্টো দিকে কাউকে তিনি সঙ্গী হিসেবে পাচ্ছিলেন না। একসময় ১০৮ রানে ৬ উইকেট চলে যায় বাংলার। ঋত্বিক ফিরে যাওয়ায় মনে হয়েছিল বাংলার সব আশা ভরসা শেষ। কিন্তু তখনই খেলা ঘুরিয়ে দেন আরেক ঋত্বিক, মানে ঋত্বিক রায়চৌধুরি। ৩৬ রানে অপরাজিত তিনি। ম‍্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ৪ বলের বেশি টেকেনি বাংলার ইনিংস। দ্বিতীয় বলে কাইফ আহমেদ এবং চতুর্থ বলে আউট হন সুদীপ। ৪ বলে মাত্র ৫ রান তোলে বাংলা। জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় কর্ণাটক।

আরও পড়ুন:Kolkata League: ৪০ বছর পর কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব

Related articles

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...

দিলীপ নিয়ে দলবদলু নেতাদের মুখে কুলুপের নির্দেশ বিজেপির, বৈঠকে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি

প্রথমে বিয়ে। তারপর সস্ত্রীক রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষার্থে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে উপস্থিতি। আর এই নিয়েই বিজেপির প্রাক্তন...
Exit mobile version