Tuesday, August 26, 2025

Syed mushtaq ali trophy: সৈয়াদ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল বাংলা

Date:

সৈয়াদ মুস্তাক আলি ট্রফির (syed mushtaq ali trophy) কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল বাংলা (bengla)। এদিন কোয়ার্টার ফাইনালে কর্ণাটকের ( karnataka) কাছে সুপার ওভারে হেরে যায় বাংলা। সুপার ওভারে দুর্বল ব্যাটিংয়ের কারণে মুস্তাক আলি থেকে বিদায় নিতে হল বাংলাকে।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়। ম‍্যাচে প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে কর্ণাটক। কর্ণাটকের হয়ের অর্ধশতরান করুন নাইয়ারের। ৫৫ রানে অপরাজিত তিনি। ৩০ রান করেন রোহান কাদাম। ২৯ রান করেন কর্ণাটক অধিনায়ক মণিশ পান্ডে। বাংলার হয়ে একটি করে উইকেট নেন মুকেশ কুমার, আকাশদীপ, সায়ন ঘোষ, ঋত্বিক চট্টোপাধ্যায় এবং শাহবাজ আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং ঋত্বিক চট্টোপাধ্যায়ের। ৫১ রান করেন তিনি। ব‍্যাট করতে নেমে প্রথম ওভারেই বিজয় কুমারকে পিটিয়ে ২০ রান তুলে দেন শ্রীবৎস গোস্বামী। তবে মাত্র ২২ রানেই আউট হয়ে যান তিনি। ক্রিজে বেশিক্ষণ টেকেননি অধিনায়ক সুদীপও। মাত্র ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। একদিকে ঋত্বিক চট্টোপাধ্যায় ধরে থাকলেও উল্টো দিকে কাউকে তিনি সঙ্গী হিসেবে পাচ্ছিলেন না। একসময় ১০৮ রানে ৬ উইকেট চলে যায় বাংলার। ঋত্বিক ফিরে যাওয়ায় মনে হয়েছিল বাংলার সব আশা ভরসা শেষ। কিন্তু তখনই খেলা ঘুরিয়ে দেন আরেক ঋত্বিক, মানে ঋত্বিক রায়চৌধুরি। ৩৬ রানে অপরাজিত তিনি। ম‍্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ৪ বলের বেশি টেকেনি বাংলার ইনিংস। দ্বিতীয় বলে কাইফ আহমেদ এবং চতুর্থ বলে আউট হন সুদীপ। ৪ বলে মাত্র ৫ রান তোলে বাংলা। জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় কর্ণাটক।

আরও পড়ুন:Kolkata League: ৪০ বছর পর কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version