Vegitable Price: উৎসবের মরশুম শেষ, বাজারে সবজির দাম এখনও চড়া

বিক্রেতাদের বক্তব্য, বাজারে সেভাবে এখনও শীতের সবজি ওঠেনি

উৎসবের মরশুম শেষ হয়ে গিয়েছে। বাজারে সবজির দাম কিন্ত এখনও চড়া।
শীত দরজায় কড়া নাড়ছে। তাপমাত্রার পারদ নীম্নমুখী।এই সময় সবজির দাম মধ্যবিত্তের নাগালের মধ্যেই থাকে। কিন্তু এবার কিছুটা অন্য চিত্র।
পটল ৬০-৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, ফুলকপি ৩০-৫০ টাকা, টোম্যাটো ৮০ টাকা, লঙ্কা ৮০-১০০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, ক্যাপসিকাম দেড়শো টাকা, পেঁয়াজকলি দেড়শো, সিম ১২০ টাকা, কড়াইশুঁটি ২০০ টাকা কেজি দরে বিকোচ্ছে।

আরও পড়ুন- Manikchak: মর্মান্তিক! টাকার দাবিতে ৩ঘণ্টা আটকে রাখায় মৃত্যু হল ২০ দিনের শিশুর
সবজির দাম কেন এখনও বেশি? বিক্রেতাদের বক্তব্য, গরমের সবজি এখনও শেষ হয়নি। বাজারে সেভাবে এখনও শীতের সবজি ওঠেনি। তার ওপর মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। সব মিলে ক্রমশ চড়ছে সবজির দাম।

Previous articleদীর্ঘদিনের খনি সমস্যা সমাধানে তৃণমূলেই আস্থা গোয়া ফাউন্ডেশনের
Next articleত্রিপুরায় গুন্ডারাজ: TMC-র মিছিলে হামলা বিজেপি, আহত তৃণমূল কর্মীকেই গ্রেফতার পুলিশের