Thursday, November 13, 2025

তাণ্ডব উপেক্ষা করে দিনভর ত্রিপুরায় পুরভোটের প্রচার তৃণমূলের

Date:

ত্রিপুরায়(Tripura) বিজেপির(BJP) তান্ডব উপেক্ষা করেই দিনভর জারি রইল পুরভোটের প্রচার। আগরতলা, তেলিয়ামুড়া, আমবাসা, অমরপুর সব জায়গাতেই সকাল থেকে জোর কদমে প্রচার চলল। দলের পতাকা নিয়ে প্রচার করতে গিয়েই বিজেপির হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন প্রার্থী৷ তাও তাঁরা পিছু হঠেননি তৃণমূলের(TMC) কর্মী-সমর্থকরা।

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে নামার নির্দেশ এসেছে বিজেপির ওপরতলা থেকে। তাই বিজেপির গুন্ডারা কাউকে রেয়াত করছে না। প্রচারে বাধা দিতে পুলিশ প্রশাসনকে দিয়ে সভা বাতিল করছে একের পর এক জায়গায়। বৃহস্পতিবার তেলিয়ামুড়া ও আমবাসায় প্রচারসভায় যোগ দেওয়ার কথা ছিল তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ ও সম্পাদক সায়ন্তিকা বন্দোপাধ্যায়, জুন মালিয়া, অর্পিতা ঘোষদের শেষ মূহুর্তে সেই সব সভার অনুমতি বাতিল করে প্রশাসন। কোনও কারন না দেখিয়েই। ত্রিপুরায় দলের নেতা আশিসলাল সিং জানান, পুলিশ একটার পর একটা সভা বাতিল করছে। বাধ্য হয়ে দলীয় প্রার্থীদের নিয়ে শুধু ডোর টু ডোর করছি।

আরও পড়ুন:লাগাতার হামলা: ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা তৃণমূলের

দলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, ২০ থেকে ২৫ নভেম্বর ত্রিপুরায় কোনও হোটেল বুকিং নিচ্ছে না। বলে দেওয়া হচ্ছে রুম খালি নেই। কারন ভোটের সময় উত্তরপ্রদেশ, আসাম থেকে লোক নিয়ে এসে এই সব হোটেলে রাখা হবে৷ ভোট লুঠ করার জন্য এদের আনা হচ্ছে। ত্রিপুরার মানুষ এর জবাব দেবে।

অর্পিতা ঘোষ বলেন, সকাল থেকে হোটেলে বসে খবর পাচ্ছি আমাদের একটার পর একটা সভা বাতিল হচ্ছে। এটা কি ভারতবর্ষের কোনও রাজ্যে আছি নাকি জঙ্গলে আছি বুঝতে পারছি না।

এসবের মধ্যেও তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রইল। বৃহস্পতিবার সকালে অমরপুরে সাংসদ সুস্মিতা দেব ও সুবল ভৌমিকের হাত ধরে ৬৭ টি পরিবার যোগ দিলেন তৃনমূল কংগ্রেসে। এরপর দলীয় প্রার্থীদের সমর্থনে সুস্মিতা দেবের নেতৃত্বে হল বিশাল মিছিলও।

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version