Sunday, August 24, 2025

Ulltodanga flyover maintenance: রক্ষণাবেক্ষণের জন্য টানা চার দিন বন্ধ উল্টোডাঙা উড়ালপুল

Date:

জরুরি রক্ষণাবেক্ষণ (Ulltodanga flyover maintenance) প্রয়োজন। তাই টানা চার দিন বন্ধ রাখা হচ্ছে উল্টোডাঙা উড়ালপুল। তবে সবটা নয় শুধুমাত্র উল্টোডাঙা উড়ালপুলের কলকাতামুখী লেন। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। কেএমডিএ-র তরফে জানানো হয়েছে উড়ালপুলটির স্বাস্থ্যপরীক্ষা হবে। কোথায় কতটা কী মেরামতির প্রয়োজন তা খতিয়ে দেখা হবে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই উল্টোডাঙা উড়ালপুল বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে । এয়ারপোর্টগামী গাড়িগুলিকে উল্টোডাঙা -হাডকো মোড় দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ইএম বাইপাসমুখী গাড়িগুলি যাচ্ছে উড়ালপুলের নিচে দিয়ে। কাজের দিনে সপ্তাহের মাঝখানে এভাবে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পথ বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তি শিকার।

এদিকে কেএমডিএ-র তরফে জানানো হয়েছে শুধু উল্টোডাঙা উড়ালপুলের নয়, রক্ষণাবেক্ষণের প্রয়োজনে এ খুব শীঘ্রই মহানগরের (Kolkata) আরো পাঁচটি ব্যস্ত উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে । খতিয়ে দেখা হবে তাদের ভারবহন ক্ষমতা। তার জন্য নভেম্বরের শেষ থেকে ধাপে ধাপে বন্ধ করা হবে উড়ালপুলগুলি (Flyover)। পাঁচটি উড়ালপুল হলো পার্কস্ট্রিট , আচার্য জগদীশচন্দ্র বসু রোড, গড়িয়াহাট, চিৎপুর লকগেট ও নাগেরবাজার উড়ালপুল। মঙ্গলবার হুগলি রিভার ব্রিজ কমিশনার্স -এর অফিসে লালবাজারের পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা।

বৈঠকে আলোচনা হয়েছে দীর্ঘ সময় ধরে পাঁচটি উড়ালপুল বন্ধ রাখলে যানজটে চূড়ান্ত হয়রানির শিকার হবেন নিত্যযাত্রীরা। ধাপে ধাপে বন্ধ থাকলেও ট্র্যাফিক সামলানো যাবে কীভাবে? লালবাজারের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্র থেকে রবিবার পর্যন্ত আড়াই দিন বন্ধ রেখে উড়ালপুলগুলির রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পরীক্ষা করা যেতে পারে । শুধুমাত্র আচার্য জগদীশচন্দ্র বসু রোড ফ্লাইওভারটি অত্যন্ত ব্যস্ত বলে সেটিকে টানা বন্ধ রাখা যাবে না। প্রতিদিন ঘুরিয়ে-ফিরিয়ে ৮ ঘণ্টা করে বন্ধ রেখে তার প্রয়োজনীয় মেরামতির কাজ সারতে হবে।

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version