Bangladesh: এবার প্রতিটি স্কুলে গিয়ে টিকাকরণ কর্মসূচী চালাবে হাসিনা সরকার

এখন থেকে দেশের প্রতিটি স্কুলে গিয়ে টিকা দেবে সরকার

খায়রুল আলম, ঢাকা

এখন থেকে দেশের প্রতিটি স্কুলে গিয়ে টিকা দেবে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক টিম শিক্ষার্থীদের করোনার টিকা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

দেশের প্রতিটি স্কুলে স্কুলে করোনা টিকা দেওয়া হবে কি না, জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন ১৮ থেকে ২০টি স্কুল কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে। একেকটি কেন্দ্রে পাঁচটি করে স্কুল যুক্ত রয়েছে। এ টিকা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখা গেছে, বেশি শিক্ষার্থী হওয়ায় টিকা নিবন্ধনে সমস্যা হচ্ছে।

সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেসব স্কুলে করোনার টিকা কেন্দ্র নাই বা কেন্দ্র স্থাপন করা হয়নি, এখন থেকে ওই স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেবো। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক পৃথক টিম থাকবে।এখন ২৩টি জেলার স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। সব জেলায় স্কুলে স্কুলে গিয়ে এই টিকা দেওয়া চ্যালেঞ্জ।

আরও পড়ুন- Tripura: গেরুয়া সন্ত্রাসের বিরুদ্ধে ত্রিপুরায় মোমবাতি মিছিল তৃণমূলের

Previous articleTripura: গেরুয়া সন্ত্রাসের বিরুদ্ধে ত্রিপুরায় মোমবাতি মিছিল তৃণমূলের
Next articleBangladesh politics : অসুস্থ খালেদার জামিন না মিললে অনশন করবে বিএনপি