Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) আগামী ২১ নভেম্বর ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে চলেছে ভারত-নিউজিল‍্যান্ড টি-২০  সিরিজের তৃতীয় ম‍্যাচ। সেই ম‍্যাচের জন‍্য রাতেও মিলতে চলেছে মেট্রো এবং রেলের পরিষেবা।

২) শুক্রবার আইএসএলের অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান । প্রথম ম‍্যাচে বাগানের মুখোমুখি কেরলা ব্লাস্টার্স। জয় দিয়েই আইএসএল অভিযান শুরু করতে চান বাগান কোচ হাবাস।

৩) ভারত-নিউজিল‍্যান্ড ম্যাচ শুরু হওয়ার আগে ইডেন বেল বাজাবেন বিসিসিআই  প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

৪) ৪০ বছর পর কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন  হল মহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এদিন ৪০ হাজার দর্শক উপস্থিতে রেলওয়ে এফসিকে ১-০ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড। মহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন মাক্রাস।

৫) সৈয়াদ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল বাংলা । এদিন কোয়ার্টার ফাইনালে কর্ণাটকের কাছে সুপার ওভারে হেরে যায় বাংলা। সুপার ওভারে দুর্বল ব্যাটিংয়ের কারণে মুস্তাক আলি থেকে বিদায় নিতে হল বাংলাকে।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Previous articleBijoya Sammilany:  বাংলা সিটিজেন্স ফোরামের বিজয়া সম্মিলনী সঙ্গীতের মূর্ছনায় জমজমাট
Next articleWeather Forecast:ফের নিম্নচাপের ভ্রুকুটি! সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস