Heavy waterflow at Tirumala : টানা বর্ষণে প্রবল জলস্রোত, তিরুমালা মন্দির আটকে বহু পুণ্যার্থী

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকেই তামিলনাড়ু (Tamil Nadu) ও অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) জুড়ে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে। আর তার প্রভাবে তিরুমালা পাহাড়ের উপর অবস্থিত তিরুমালা মন্দির সংলগ্ন প্রতিটি এলাকায় প্রবল জলোচ্ছাসের পরিস্থিতি তৈরি হয়েছে। কার্যত জলে ভাসছে তিরুমালা মন্দিরও

আর এই বন্যা পরিস্থিতিতে তিরুমালার মন্দিরেই (Tirumala Temple) আটকে পড়লেন ২৫০-রও বেশি পুণ্যার্থী। মন্দিরে যাওয়া ও ফিরে আসার চারটি প্রধান প্রাস্তাই সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। মন্দির আপাতত বন্ধ রাখা হয়েছে।

আটকে পড়ায় পুণ্যার্থীদের জন্য তিরুমালা তিরুপতি দেবাস্থানম কমিটির তরফে বিনামূল্যে খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।