Abhishek Banerjee: বিজেপির চোখে চোখ রেখে সোমে ত্রিপুরা সফরে অভিষেক, করবেন পদযাত্রাও

ত্রিপুরার মাটিতে ঘাঁটি শক্ত করতে বদ্ধপরিকর তৃণমূল(TMC)। আর সেই লক্ষ্যে আগরতলা পুরনির্বাচনকে পাখির চোখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। বিপ্লব রাজ্য তৃণমূল যত শাখা-প্রশাখা বিস্তার করছে ততই ধেয়ে আসছে শত্রুপক্ষ। হামলার মুখে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাতে জেদ বেড়েছে আরও। আগামী ২৫ নভেম্বর নির্বাচন। তার আগে ২২ নভেম্বর ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলায় সোমবার বেলা দেড়টায় ঐতিহাসিক পদযাত্রার নেতৃত্ব দেবেন অভিষেক। তারই তোড়জোড় চলছে ত্রিপুরার তৃণমূল নেতৃত্বের তরফে।

ত্রিপুরা তৃণমূলের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সোমবার বেলা দেড়টায় আগরতলার রবীন্দ্র ভবন থেকে ঐতিহাসিক পদযাত্রার পাশাপাশি ত্রিপুরার একাধিক জায়গায় প্রচার কর্মসূচী রয়েছে তাঁর। করবেন জনসভাও। ইতিমধ্যেই তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, এর আগে ত্রিপুরার মাটিতে জনসভা করতে গিয়ে কম বেগ পেতে হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পুলিশি অনুমতি না মেলায় বারবার পিছতে হয়েছে সভার তারিখ। আদালতের হস্তক্ষেপে সভার অনুমতি মিললেও শেষ মুহূর্তে সেই সভা বানচাল করার সর্বশক্তি দিয়ে চেষ্টা চালায় বিজেপি। রাতে আদালতে হস্তক্ষেপে মেলে অনুমতি। লাগাতার সন্ত্রাস, হামলা, মামলা উপেক্ষা করে পুরনির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে আগামী ২২ নভেম্বর ফের ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- বিজেপি প্রমাণ করলো ত্রিপুরার জঙ্গলরাজ চলছে: হামলার পর আরেক সভা থেকে সরব কুণাল

Previous articleবিজেপি প্রমাণ করলো ত্রিপুরার জঙ্গলরাজ চলছে: হামলার পর আরেক সভা থেকে সরব কুণাল
Next articleAriyan Khan: আরিয়ানের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি, সাফ জানাল বম্বে হাইকোর্ট