Tuesday, December 2, 2025

Howrah: হোমের আড়ালে শিশু পাচার! সালকিয়ায় ধৃত হোমের মালিক-সহ ৯

Date:

Share post:

হোমের আড়ালে শিশু পাচার চক্র! হাওড়ার (Howrah) সালকিয়ায় ঘটনায় চাঞ্চল্য। বেসরকারি ওই হোমের মালিক গীতশ্রী অধিকারী (Geetashree Adhikari)-সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাঁদের বিরুদ্ধে পকসো (PACSO)-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে৷ কমপক্ষে কুড়িটি শিশুকে উদ্ধার হয়েছে৷

পুলিশ সূত্রে খবর, বছর দুয়েক সালকিয়ার করুণা হোম থেকেই ৯ বছরের একটি মেয়েকে দত্তক নেন এক দম্পতি। কিন্তু কয়েকদিন আগে ওই নাবালিকা পালক বাবা-মাকে অভিযোগ জানায়, হোমের ভিতরেই তার যৌন নির্যাতন হত৷ ঘটনায় হাওড়া মহিলা থানায় অভিযোগ জানান ওই দম্পতি৷ তদন্তে নেমে করুণা হোমে হানা দেয় পুলিশ, গোয়েন্দা ও শিশুকল্যাণ দফতর।

অভিযোগ, সরকারি নথি অনুযায়ী যত শিশুর থাকার কথা, তার থেকে বেশি সংখ্যক শিশুর খোঁজ মেলে হোমে৷ এর পরই হোমের মালিক গীতশ্রীকে জেরা করতে করেন পুলিশ এবং সরকারি আধিকারিকরা৷ বয়ানে অসংগতি থাকায় হোম থেকে শিশু পাচারের সন্দেহ দৃঢ় হয় পুলিশের৷ এর পরই হোমের মালিক গীতশ্রীকে আটক করে পুলিশ৷ তার জেরার সূত্র ধরে আরও আট জনকে আটক করা হয়। পরে সবাইকে গ্রেফতার করা হয়েছে। হোম থেকে কুড়িটি শিশুকে উদ্ধার করে সেফ হোমে পাঠানো হয়েছে৷ নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) জানিয়েছেন, অভিযুক্ত যেই হোন না কেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থাই নেওয়া হবে৷ ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন- ইডেনে ম‍্যাচ দেখার সময় পরতে হবে মাস্ক, নেওয়া যাবে না কোনও খাবার বা জলের বোতল

spot_img

Related articles

ইমরান খান কি জীবিত? পাকিস্তান অচল করতে বিক্ষোভ PTI-এর, রাওয়ালপিন্ডিতে জারি ১৪৪ ধারা

ইমরান খান(Imran Khan) কি জীবিত? তাঁর সঙ্গে দেখা করার দাবিতে মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ পাকিস্তান তেহরিক...

রাঁচির চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্টের ৯০০ কোটি টাকার সম্পত্তি! কয়েক কোটি নগদ উদ্ধার ইডির 

ফের টাকার পাহাড় উদ্ধার। মঙ্গলবার সকালে রাঁচির (Ranchi) এক চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্ট নরেশ কুমার কেজরিওয়ালের (Naresh Kumar Kejriwal) বাড়ি...

দুপুরে নবান্নে বৈঠক, আজ বিকেলে মালদহ- মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে মালদহ-মুর্শিদাবাদ জেলা সফরের উদ্দেশে রওনা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Maldah and...

রাজ্য থেকে দেশ, SIR নিয়ে কমিশনের ওয়েবসাইট বিভ্রাটে নাজেহাল ভোটার থেকে ভোটকর্মীরা

ভোটার অথৈ জলে বিভ্রান্ত BLO , রাজ্য থেকে দেশ সর্বত্রই মানুষের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের ছেলেখেলা অব্যাহত। কয়েকটা...