দমদম বিমানবন্দরের (Dumdum Airport) রানওয়েতে হঠাৎ কুকুর। নামার মুখে ফের আকাশে উঠল রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, সায়নী ঘোষদের বিমান।

প্রায় পনেরো মিনিট পর অবতরণের অনুমতি দেওয়া হয়। ইন্ডিগোর (IndiGo) বিমানটি আগরতলা (Agartala) থেকে কলকাতা (Kolkata) আসছিল। নির্ধারিত সময়ের আগে পৌঁছচ্ছিল এটি। বিমানের চাকা বেরিয়ে এসেছিল। হঠাৎ একটি ঝাঁকুনি দিয়ে বিমানের গতি বাড়িয়ে এটি উঠে যায়। এরপর বিমানের চাকা গুটিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: ত্রিপুরায় ভোট ২৫ নভেম্বরই, রাজ্যকে অবাধ ভোটের নির্দেশ সুপ্রিম কোর্টের

কিছুক্ষণ পর পাইলট মাইকে ঘোষণা করেন রানওয়েতে কুকুর ঢুকে পড়ায় এটিসি বিমানটির অবতরণ বারণ করে আবার উড়তে বলে। ফলে বিমান আবার উঠে যায়। কিছুক্ষণ পর আবার অবতরণের রুটে এসে নামে (Dumdum Airport)।


বিমানটি ছিল যাত্রীপূর্ণ। ত্রিপুরা পুরভোটের শেষ দিনের প্রচার সেরে তৃণমূল কংগ্রেসের নেতারা কার্যত সকলেই এই বিমানে ফেরেন। ছিলেন ব্রাত্য বসু (Bratya Basu), কুণাল ঘোষ (Kunal Ghosh), সুস্মিতা দেব (Susmita Dev), অর্পিতা ঘোষ (Arpita Ghosh), সায়নী ঘোষ (Saayoni Ghosh), জয়া দত্ত (Jaya Dutta) প্রমুখ।

আরও পড়ুন: SSC: এসএসসি ‘গ্রুপ-ডি’ নিয়োগ মামলা, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য
