Saturday, November 8, 2025

ScEastBengal: ‘ডার্বি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছি’, বললেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ

Date:

Share post:

২৭ নভেম্বর ডার্বির (Derby) মহারণ। শনিবার ভারতীয় ফুটবলে সব থেকে আকর্ষণীয় দ্বৈরথ। ইন্ডিয়ান সুপার লিগে( ISL) কলকাতা ডার্বি। ইতিমধ্যেই বড় ম্যাচের আবহে ঢুকে পড়েছে দুই প্রধান। এটিকে মোহনবাগান (Atk Mohunbagan) প্রথম ম্যাচে দাপটে জিতলেও এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal) রবিবার লিগে তাদের প্রথম ম্যাচ ড্র করেছে। এগিয়ে গিয়েও রক্ষণের ভুলে জয় হাতছাড়া করেছে। তবু শনিবার ডার্বির আগে এক পয়েন্ট প্রাপ্তিতে খুশি লাল-হলুদের স্প্যানিশ কোচ মানালো ম্যানুয়েল দিয়াজ।

জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচের পর দিয়াজ বলেন, “প্রথমার্ধে বল ছাড়া ভাল খেলেছি। কিন্তু বলের দখল নিয়ে সেভাবে খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে আমরাই ভাল খেলেছি। তবে এক পয়েন্ট পেয়ে আমি খুশি। আমরা অনেক দেরিতে প্রি-সিজন শুরু করেছি। খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি আছে। আরও অনুশীলন করে উন্নতি করতে হবে। তাই শুরুতে এক পয়েন্ট মন্দ নয়।”এরপর অরিন্দমদের কোচ বলেন, “ডার্বি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিচ্ছি। এটিকে মোহনবাগান খুব ভাল দল। ওদের অভিজ্ঞতা বেশি। ইস্টবেঙ্গল উন্নতির পর্যায়ে আছে। ডার্বিতে আমাদের খেলার মান বাড়াতে হবে।”

আরও পড়ুন:Derby: ডার্বির প্রস্তুতি শুরু বাগান ব্রিগেডে, ডার্বি জিততে মরিয়া প্রীতম, অমরিন্দররা

প্রথম ম্যাচে দলের মাঝমাঠ সচল ছিল না। রক্ষণেও ত্রুটি। আক্রমণভাগে আন্তোনিও পেরোসেভিচ নজর কাড়লেও নিষ্প্রভ ছিলেন চিমা। আরেক বিদেশি তারকা আমির দেরভিসেভিচকে মন্থর লেগেছে। ডার্বির আগে আগামী কয়েক দিনে কীভাবে দলের বাঁধন শক্ত করেন লাল-হলুদ কোচ, সেটাই এখন দেখার।

এদিকে, ম্যাচের সেরা পেরোসেভিচও ডার্বির আগে নিজেদের খেলায় আরও উন্নতি চান। লাল-হলুদের ক্রোয়েশিয়ান স্ট্রাইকার বলছেন, ‘‘আমরা দ্রুত উন্নতি করছি। তবে আরও উন্নতি করতে হবে। এখনও একশো শতাংশ তৈরি নই। তবে লিগ যত এগোবে, ততই আমরা তৈরি হয়ে যাব। আশা করি, ডার্বিতে আরও ভাল ফুটবল উপহার দেব।’’

spot_img

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...