Thursday, August 28, 2025

Digha:টিকা না নিলে হতে পারে জেল বা জরিমানা, সাফ জানাল দিঘা

Date:

Share post:

এবার ভ্যাকসিন নিতে অভিনব উদ্যোগ নিল দিঘা প্রশাসন। দিঘা (Digha) মোহনায় কর্মরত ব্যক্তিদের করোনা ভ্যাকসিন (Corona Vaccine) না নেওয়া থাকলে যেতে পারে কাজ। ভুয়ো শংসাপত্র দেখিয়ে ধরা পড়লে হতে পারে জেল এবং জরিমানা দুটোই। দিঘা মোহনা কর্তৃপক্ষের তরফে এমনই এক ফরমান জারি করা হয়েছে।
পর্যটকদের টিকাকরণের ব্যাপারে আগেই নিয়ম বেঁধে দিয়েছে প্রশাসন। সুতরাং সামনেই বড়দিনের ছুটি কাটাতে দিঘা যেতে হলে মানতে হবে হাজারো নিয়মাবলী। তবে পর্যটকেরই নয় পাশাপাশি দিঘা মোহনা এলাকায় করোনা ভ্যাকসিনের ডোজ নেওয়ার ক্ষেত্রে জোর কদমে প্রচার শুরু করল রাজ্য সরকার। জেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে এই বিষয়ের জোরদার প্রচার শুরু করা হয়েছে। এদিন পূর্ব ভারতের সব থেকে বড় মৎস্য আহরণ কেন্দ্র দিঘা মোহনায় এমনি নির্দেশিকায় কথা ঘোষণা করল দিঘা মোহনা ফিস অ্যান্ড ফিস ট্রেডার্স -এর পক্ষে।
এদিন দিঘা মোহনার মৎস্যজীবীদের ক্ষেত্রে সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, যাঁদের ভ্যাকসিনের প্রথম বা দ্বিতীয় ডোজ নেওয়া হয়নি, তাঁদের তা অবিলম্বে নিতে হবে। এবং টিকা বাধ্যতামূলক ভাবে নিতে হবে। যদি কেউ টিকা না পান, তা হলে তার ব্যবস্থা করবে সংস্থাই।শুধু তাই নয় টিকার ভুয়ো শংসাপত্রের ব্যবহার করলে সংস্থার পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে অনেকক্ষেত্রেই টিকার দ্বিতীয় ডোজ নেওয়ায় অনীহা দেখা দিচ্ছে। যেকারণে বারবার করোনায় আক্রান্ত হচ্ছেন অনেকেই। এ কারণেই দিঘা মোহনা ফিস অ্যান্ড ফিস ট্রেডার্স -এর তরফে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে।


spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...