Friday, October 31, 2025

Mumbai Attack: ২৬/১১ মুম্বাই হামলা : ১৩ বছর পরেও তদন্ত আটকে আছে পাকিস্তানে

Date:

Share post:

২০০৮ সালের ২৬ নভেম্বরে মুম্বাই  হামলায় ১৫ টি দেশের ১৬৬ জন নিহত হয়েছিলেন। এই হামলা ২৬/১১ নামেও পরিচিত। সন্ত্রাসীরা আইকনিক তাজমহল প্যালেস হোটেল, নরিম্যান হাউস, মেট্রো সিনেমা এবং ছত্রপতি শিবাজি টার্মিনাস সহ অন্যান্য স্থানে হামলা চালায়। ১৩ বছর হয়ে গেছে কিন্তু এই হামলার অনেক অপরাধী এখনও পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছে।

হামলায় আজমল কাসাব নামের একমাত্র সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে। জিজ্ঞাসাবাদের সময়, সে নিশ্চিত করেছিল যে এটি লস্কর-ই-তৈবা এবং পাকিস্তানের অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলির দ্বারা পরিকল্পনা করা হয়েছিল। কাসাব জানিয়েছিল , সব হামলাকারী পাকিস্তান থেকে এসেছে। হামলার সময় পাকিস্তান থেকেই তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে।

হামলার দশ বছর পর, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ প্রকাশ্যে চাঞ্চল্যকর ইঙ্গিত দিয়েছিলেন যে এই হামলায় ইসলামাবাদের ভূমিকা রয়েছে। পাকিস্তানের জনসাধারণের গ্রহণযোগ্যতা ছাড়াও, ভারতের পক্ষ থেকেও প্রমাণ ভাগ করা হয়েছিল। এর পরেও পাকিস্তান এখনও নির্যাতিতদের পরিবারকে ন্যায়বিচার দেওয়ার ক্ষেত্রে সততা দেখায়নি।

এই হামলার ১৩ বছর পূর্ণ হয়েছে। ১৩তম বার্ষিকীতে পাকিস্তান হাইকমিশনের কূটনীতিককে তলব করেছে ভারত। এর আগে ৭ নভেম্বর পাকিস্তানের একটি আদালত হামলায় জড়িত ছয় সন্ত্রাসীকে মুক্তি দেয়। এদের মধ্যে মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সাঈদের সঙ্গে কৌশল তৈরিতে জড়িতরাও ছিল ।

এই মামলায় তদন্ত স্থগিত রেখেছে পাকিস্তান। এই কারণে এই হামলার বিচার বিলম্বিত হচ্ছে। এতে পাকিস্তানের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন ওঠে। অন্যদিকে, জাতিসংঘের সন্ত্রাসবিরোধী সংস্থার নজরদারির কারণে তদন্ত এড়াতে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনগুলো তাদের নাম পরিবর্তন করে চলেছে।

উল্লেখযোগ্য, যে ভারত সরকার এই সন্ত্রাসী হামলার বিষয়ে পাকিস্তানে বেশ কিছু ডসিয়ার পাঠিয়েছে। যার ভিত্তিতে পাকিস্তানে সাতজনকে আসামি করা হয়। কিন্তু এত কিছুর পরেও ২৬/১১ হামলার মূল অভিযুক্তদের কাউকেই বিচার বা দোষী সাব্যস্ত করা হয়নি।

পাকিস্তানের হাইকমিশনের একজন সিনিয়র কূটনীতিককে ভারতের পররাষ্ট্রমন্ত্রক থেকে তলব করা হয়েছিল এবং বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য অনুরোধ করা হয়েছিল।

এদিন পররাষ্ট্রমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, “এটি গভীর বেদনার বিষয় যে ২৬/১১ মুম্বাই হামলার ১৩ বছর পরেও, ১৬৬ জন নিহতের পরিবার এখনও মামলা নিস্পত্তির অপেক্ষায় রয়েছে।”

spot_img

Related articles

সম্পর্কের আবেগ না বাস্তবের অধিকার, নিখাদ বাঙালিয়ানায় ‘স্বার্থপর’ সময়ের কথা বললেন অন্নপূর্ণা

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী সম্পর্ক বনাম অধিকারের যদি লড়াই বাধে তাহলে কে জিতবে! বলাটা ভীষণ কঠিন কারণ ইট, কাঠ, পাথরের...

রুশ বধূর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির চেষ্টা করুন: নির্দেশ সুপ্রিম কোর্টের

হুগলির বাসিন্দা সৈকত বসুর রুশ স্ত্রী ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে রেড কর্নার (Red Corner) নোটিশ (Notice) জারি করানোর চেষ্টা...

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চ-মাধ্যমিক, সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

৩৯ দিনের মাথায় প্রকাশিত উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল। উচ্চমাধ্যমিকে পাশের নিরিখে শীর্ষস্থানে দক্ষিণ ২৪ পরগণা। কলকাতা রয়েছে ১২...

একটা চালেই বদলে গেল ম্যাচের রঙ, জেমাইমার সাফল্যের নেপথ্যে রয়েছেন কে?

জেমাইমা রদ্রিগেজের(jemimah rodrigues ) দুরন্ত ইনিংসে ভর করেই একদিনের বিশ্বকাপের ফাইনালে(ICC  ODI World Cup) উঠেছে ভারতীয় মহিলা দল।...