১) শ্রেয়স-জাড্ডুর ব্যাটে ভর করে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে চালকের আসনে ভারত। চাপের মধ্যে থেকে দলকে টেনে তোলেন চলতি টেস্টে অভিষেককারী শ্রেয়স আইয়র এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

২) সন্তোষ ট্রফির মূল পর্বে চলে গেল বাংলা। বৃহস্পতিবার ডু অর ডাই ম্যাচে সিকিমকে ১-০ গোলে হারাল রঞ্জন ভট্টাচার্য্যের দল। বাংলার হয়ে একমাত্র গোলটি করেন দিলীপ ওরাঁও।
৩) ৩ ডিসেম্বর দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন বিরাট কোহলি। তারই প্রস্তুতিতে ব্যস্ত তিনি। অনুশীলনে কোহলিকে পরামর্শ দিতে দেখা যায় ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে।

৪) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতে পর্বে পিএসজিকে ২-১ গোলে হারাল গুয়ার্দিওয়ালার দল। এই জয়ের ফলে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোয় পৌঁছে গেল ম্যানসিটি।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ
