Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) আজ ডার্বি। গোয়ার তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি নামছে এটিকে মোহনবাগান। ডার্বি জিততে মরিয়া দু’দল।

২) ডার্বিতে ফোকাসড লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ। বাগানের বিরুদ্ধে জিততে মরিয়া ইস্টবেঙ্গল। বললেন,কলকাতা ডার্বি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম‍্যাচ’, দিয়াজ।

৩) রয় কৃষ্ণা হুগো বৌমোসকে আটকাতে বিশেষ  পরিকল্পনা লাল-হলুদ কোচ মানোলো দিয়াজের। বলেন, “রয় কৃষ্ণা ও হুগো বৌমোসকে ম্যান টু ম্যান মার্কিং করব না জোনাল মার্কিং? নির্ভর করবে ম্যাচের জায়গার পরিস্থিতি ও বল কোথায় থাকবে তার উপর।

৪) ডার্বির আগে লাল-হলুদকে সমীহ বাগান কোচ হাবাসের। বললেন,ডার্বিতে কেউ এগিয়ে পিছিয়ে থাকে না। ওদের দলটা ভালো হয়েছে। খেলা দেখেছি। নতুন কোচ। আমাদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ ম‍্যাচ।

৫) দক্ষিণ আফ্রিকায় করোনা  ভাইরাসের নতুন একটি রূপ চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের। আর এতেই চিন্তা বাড়িয়েছে ক্রিকেট মহলে। কারণ ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Previous articleKolkata Municipal Election:পুরভোটে অশান্তি চান না, কড়া বার্তা মমতার
Next articleNew variant of CoronaVirus : করোনার নতুন প্রজাতি ‘ওমিক্রন’ নিয়ে উদ্বিগ্ন হু, তড়িঘড়ি বৈঠকে প্রধানমন্ত্রী