Thursday, August 28, 2025

Congress: কলকাতা পুরভোটে প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, প্রশ্নের মুখে বামেদের জোট-বার্তা

Date:

তৃণমূল বা বামেদের চাইতে পিছিয়ে থেকেও বিজেপির আগে প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। শনিবার, সন্ধেয় কলকাতা পুরসভার নির্বাচনে (Municipal Election) ৬৬টি ওয়ার্ডের প্রার্থীতালিকা প্রকাশ করা হয়। একুশের বিধানসভা ভোটের মতো পুরভোটে বাম এবং কংগ্রেসের (Congress) মধ্যে নির্বাচনী জোট নেই। তবে বামেদের (Left) প্রার্থী তালিকা ঘোষণার সময় বলা হয়েছে, সমমনোভাবাপন্ন দলগুলিকে একজোট করেই লড়াইয়ের ময়দানে নামে চায় তারা। সেই জন্য বেশ কয়েকটি আসন ছেড়ে রাখা হয়েছে কংগ্রেস এবং আইএসএফ (Isf)-এর জন্য। তবে, বামেরা তাদের জন্য যত আসন ছেড়েছে, তার তুলনায় অনেক বেশি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। তবে, কংগ্রেসের প্রার্থী তালিকাতেও অনেক কেন্দ্রেই প্রার্থী দেওয়া হয়নি।

টিকিট না পেয়ে তৃণমূলের দুই বিদায়ী কাউন্সিলর শনিবারই যোগ দিয়েছেন কংগ্রেসে। আর যোগদানের পুরস্কারও পেলেন ১৩৮ নম্বর ওয়ার্ডের মমতাজ বেগম এবং ৮ নম্বর ওয়ার্ডের পার্থ মিত্র। দু’জনেই পুরভোটে কংগ্রেসের টিকিট পেলেন।

বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট করেও একটি আসনও জিততে পারেনি। এবার, কলকাতা পুরভোটে বামেরা যে আসনে প্রার্থী দিয়েছে, সেই আসনেই প্রার্থী দিয়ে বামেদের সঙ্গে সরাসরি লড়াই নামল কংগ্রেস। আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী জানিয়েছিলেন, কোনও অবস্থাতেই আইএসএফ-এর সঙ্গে জুটে যেতে চান না তিনি। কিন্তু বামেদের প্রার্থী তালিকা ঘোষণার সময় আব্বাস সিদ্দিকিদের দলের নাম উল্লেখ করা হয়েছিল। এবার পুরো ভোটের ময়দানে বিরোধীদের লড়াইটা কী হয় সেটাই দেখার।

আরও পড়ুন- Firhad Hakim: ভোটে প্রার্থী হওয়ার পরই কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম

 

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version