Monday, May 5, 2025

মুম্বইয়ে মমতার সফরসঙ্গী অভিষেক, উদ্ধব ঠাকরে ও পাওয়ারের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

Date:

Share post:

২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যে শান দিতে এখন থেকেই তৎপর হয়ে উঠেছে তৃণমূল(TMC) নেতৃত্ব। পাশাপাশি করোনা পরিস্থিতিতে রাজ্যে বন্ধ থাকা বাণিজ্য সম্মেলন ফের শুরু হতে চলেছে। আর এই দুই ইস্যুতে ডিসেম্বরে মুম্বই সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিনিয়োগ টানতে একাধিক বিনিয়োগকারীর সঙ্গে কথা বলার পাশাপাশি এই সফরে এনসিপি প্রধান শরদ পাওয়ার(Sharad power) ও শিবসেনার শীর্ষ নেতা উদ্ধব ঠাকরের(Uddhav Thakre) সঙ্গে সাক্ষাৎ করে বিরোধী ঐক্যে শান দেওয়ার কাজটা সেরে ফেলতে চান মমতা। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে তাঁর সফর সঙ্গী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

উল্লেখ্য, বঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর সর্বভারতীয় স্তরে নিজেদের ঘাঁটি ক্রমশ শক্ত করছে ঘাসফুল শিবির। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর মানেই নতুন কিছু প্রাপ্তি তৃণমূলের। সম্প্রতি মমতার দিল্লি সফরে তৃণমূলে যোগ দিয়েছেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন কংগ্রেস নেতা কীর্তি আজাদ, হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সাংসদ অশোক তানওয়ার এবং প্রাক্তন জেডিইউ সাংসদ পবন বর্মা। এরপর মুম্বই সফরেও কংগ্রেসের ঘর ভাঙার আশঙ্কা করছেন রাজনৈতিক মহল।

আরও পড়ুন:TMC in Tripura: ত্রিপুরায় মাত্র দু’মাসে দ্বিতীয় স্থানে তৃণমূল, বিজেপিকে ধুয়ে দিলেন কুণাল

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে শরদ পাওয়ার উদ্ধব ঠাকরের মতো নেতাদের। বঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন এই সকল বিরোধী নেতৃত্ব। এমনকি একুশে জুলাইয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভাতে উপস্থিত ছিলেন শরদ পওয়ার। আসন্ন লোকসভা নির্বাচনকে নজরে দেখে প্রবীণ এই এনসিপি নেতার সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। এই পরিস্থিতিতে মমতার সঙ্গে ঠাকরে-পাওয়ারদের সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকে যে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

 

spot_img
spot_img

Related articles

Petrol Diesel price: একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম

৫ মে (সোমবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

Gold Silver Price: এবার কমের দিকে সোনার দাম

সোমবার ৫ মে, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রামপাকা সোনার বাট     ৯৩৯০ ₹             ৯৩৯০০ ₹খুচরো পাকা সোনা   ৯৪৪০...

তন্দুরি নিয়ে রুটি রক্তারক্তি! বিয়ে বাড়ির আনন্দ উধাও ২ তরুণের মৃত্যুতে

বিয়ে বাড়ির আনন্দ। দেদার খাওয়া-দাওয়া। আর শেষ পর্যন্ত সেটাই কাল হল। তন্দুরি রুটি নিয়ে ঝামেলায় মৃত্যু হল দুই...

মোহনবাগান সুপারজায়ান্টকে ট্রান্সফার ব্যানের শাস্তি ফিফার

বড়সড় সমস্যায় মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। নতুন মরসুমে দল গোছানোর আগেই মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) ওপর ট্রান্সফার ব্যানের(Transfer Ban) সিদ্ধান্ত ফিফার(Fifa)। অ্যাকাডেমিক...