Tuesday, August 26, 2025

মুম্বইয়ে মমতার সফরসঙ্গী অভিষেক, উদ্ধব ঠাকরে ও পাওয়ারের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

Date:

২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যে শান দিতে এখন থেকেই তৎপর হয়ে উঠেছে তৃণমূল(TMC) নেতৃত্ব। পাশাপাশি করোনা পরিস্থিতিতে রাজ্যে বন্ধ থাকা বাণিজ্য সম্মেলন ফের শুরু হতে চলেছে। আর এই দুই ইস্যুতে ডিসেম্বরে মুম্বই সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিনিয়োগ টানতে একাধিক বিনিয়োগকারীর সঙ্গে কথা বলার পাশাপাশি এই সফরে এনসিপি প্রধান শরদ পাওয়ার(Sharad power) ও শিবসেনার শীর্ষ নেতা উদ্ধব ঠাকরের(Uddhav Thakre) সঙ্গে সাক্ষাৎ করে বিরোধী ঐক্যে শান দেওয়ার কাজটা সেরে ফেলতে চান মমতা। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে তাঁর সফর সঙ্গী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

উল্লেখ্য, বঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর সর্বভারতীয় স্তরে নিজেদের ঘাঁটি ক্রমশ শক্ত করছে ঘাসফুল শিবির। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর মানেই নতুন কিছু প্রাপ্তি তৃণমূলের। সম্প্রতি মমতার দিল্লি সফরে তৃণমূলে যোগ দিয়েছেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন কংগ্রেস নেতা কীর্তি আজাদ, হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সাংসদ অশোক তানওয়ার এবং প্রাক্তন জেডিইউ সাংসদ পবন বর্মা। এরপর মুম্বই সফরেও কংগ্রেসের ঘর ভাঙার আশঙ্কা করছেন রাজনৈতিক মহল।

আরও পড়ুন:TMC in Tripura: ত্রিপুরায় মাত্র দু’মাসে দ্বিতীয় স্থানে তৃণমূল, বিজেপিকে ধুয়ে দিলেন কুণাল

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে শরদ পাওয়ার উদ্ধব ঠাকরের মতো নেতাদের। বঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন এই সকল বিরোধী নেতৃত্ব। এমনকি একুশে জুলাইয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভাতে উপস্থিত ছিলেন শরদ পওয়ার। আসন্ন লোকসভা নির্বাচনকে নজরে দেখে প্রবীণ এই এনসিপি নেতার সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। এই পরিস্থিতিতে মমতার সঙ্গে ঠাকরে-পাওয়ারদের সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকে যে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version