Tuesday, December 30, 2025

Tripura: “সবে তো শুরু এবার আসল খেলা হবে”, ত্রিপুরায় সাফল্যের পর টুইট অভিষেকের

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) সেনাপতিত্বে ত্রিপুরা পুরভোটে(Tripura municipality Election) বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল। নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়ার পাশাপাশি ২০ শতাংশ ভোট পেয়েছে ঘাসফুল শিবির। এই ঘটনার পরই টুইট করে ত্রিপুরার তৃণমূল(TMC) কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জানিয়ে দিলেন, “সবে তো শুরু এবার আসল খেলা হবে।”

বিজেপির (BJP) লাগাতার হামলা, মামলা, তান্ডব, ছাপ্পা ভোটের পরেও মাত্র তিন মাসেরও কম সময়ের সাংগঠনিক অভিযানে নিঃশব্দ বিপ্লব ঘটেছে ত্রিপুরার মাটিতে। একটি আসন জয়ের পাশাপাশি ২০ শতাংশের বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। এই সাফল্যের পরই টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “নগন্য উপস্থিতি থেকে পুরসভা নির্বাচনে লড়াইয়ে নামার একটি রাজনৈতিক দল আজ প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে ২০ শতাংশের বেশি ভোট পেয়ে। এই ঘটনা নিশ্চিতভাবেই ব্যতিক্রমী।” পাশাপাশি তিনি আরও লেখেন, “মাত্র ৩ মাস আগে আমরা ত্রিপুরাতে সংগঠন শুরু করেছি। এবং ত্রিপুরার ‘কসাই গণতন্ত্র’ আমাদের থামাতে চেষ্টার ত্রুটি রাখেনি। এই সাফল্যের জন্য ত্রিপুরা তৃণমূলের সকল সাহসী সৈনিকদের অভিনন্দন।” একই সঙ্গে তিনি যোগ করেন, “সবে তো শুরু এবার আসল খেলা হবে।”

 

ত্রিপুরায় সাফল্যের পর তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানানো হয়েছে, “এটা সবে শুরু! আমাদের আশীর্বাদ করার জন্য আমরা ত্রিপুরার জনগণ এবং মা ত্রিপুরেশ্বরীকে ধন্যবাদ জানাই। কারচুপি, হুমকি, হিংসা সত্ত্বেও আমরা ত্রিপুরায় শক্তিশালী বিরোধী দল হিসেবে দাঁড়িয়েছি। আপনার নির্মম নৈরাজ্য শীঘ্রই শেষ হবে বিপ্লব দেব। দেখতে থাকো।” পাশাপাশি ত্রিপুরায় এই সাফল্যের পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, “ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নিঃশব্দ বিপ্লব’ কাজ করছে। দু মাসের সংগঠন তৃণমূলের। ওদের হামলা, মামলা,144 ধারা, ছাপ্পা। তাতেও দুমাসেই আমরা +/- 20% ভোট। সব তথ্য আসছে। অবাধ ভোট হলে বিজেপি থাকত না। আমরা উৎসাহিত। মানুষ সাড়া দিচ্ছেন। ধন্যবাদ। পরের কাজ শুরু। 2023 আমাদের।”

 

 

এছাড়াও ত্রিপুরার তৃণমূলের বিপুল সাফল্যের পর টুইট করেছেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। টুইটে সায়নী লেখেন, “অরাজনৈতিক ও অমানবিক ভাবে বিজেপি প্রথম, রাজনৈতিক ও মানবিক ভাবে তৃণমূল। প্রদীপ নিভে যাবার আগে, শেষবারের মতো একবার দপ করে জ্বলে ওঠে। শুধু মাথায় রাখবেন, দলটার নাম তৃণমূল, নেত্রীর নাম মমতা। বিধানসভায় ⚽️ হবে।”

 

 

spot_img

Related articles

স্বাধীনোত্তর ভারতে ‘অপদার্থতম’ স্বরাষ্ট্রমন্ত্রী: দিল্লি যাওয়ার আগে শাহকে তীব্র কটাক্ষ অভিষেকের

"ভারত যেদিন থেকে স্বাধীন হয়েছে তারপর থেকে সবথেকে ব্যর্থতম এবং অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ"। দিল্লি যাওয়ার আগে মঙ্গলবার...

কঠোর পদক্ষেপ আর উন্নয়নের জেরে ২০২৫-এ অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে কাবু করছে মোদি সরকার

২০২৫ সাল ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ইতিহাসে এক বিরল মুহূর্ত, যখন রাষ্ট্র অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে কাবু করতে পেরেছে। কয়েক দশকের...

বাঙালি অভিনেত্রীর সঙ্গে চ্যাট করতেন সূর্য, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

বলিউডের বাঙালি অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়ের ( Khushi Mukherjee) মুখে ভারতীয় টি২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)...

উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! মৃত কমপক্ষে ৭, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

ফের ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! ঘটনাটি ঘটেছে আলমোড়া জেলার পাহাড়ি রাস্তায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। তাঁদের...