মোদি সরকারের টুইটে নয়ডা এয়ারপোর্টের ছবি , চিন বলল ওটা বেজিং!

ফের ছবি কেলেঙ্কারিতে জড়াল বিজেপি (BJP)৷ দলের একাধিক নেতা-মন্ত্রীরা চোখ ধাঁধানো একটি বিমানবন্দরের ছবি দেখিয়ে প্রচার করতে শুরু করেছেন, কাজ সম্পূর্ণ হওয়ার পর নয়ডার এয়ারপোর্টকে (Noida Airport) দেখতে এমনই হবে৷ কিন্তু আসলে ওটা বেজিংয়ের ড্যাক্সিং বিমানবন্দরের (Beijing Daxing International Airport) ছবি৷

এ নিয়ে হাসাহাসি, ট্রোলিং (Trolling) শুরু হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়৷ চিনের (China) সরকারি মিডিয়াও বিজেপি নেতা-মন্ত্রীদের কটাক্ষ করতে ছাড়েনি৷ কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করেছে কংগ্রেসও৷ দলের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গের টুইট, বিজেপি এখন বেজিং জনতা পার্টিতে পরিণত হয়েছে৷

গত ২৫ নভেম্বর উত্তরপ্রদেশের জেওয়ারে নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২০২৪ সালে কাজ শেষ হওয়ার পর এটিই হবে এশিয়ার সবচেয়ে বড় এয়ারপোর্ট৷ এই এয়ারপোর্টকে হাতিয়ার করে মোদি সরকারের উন্নয়নের ঢ্যাঁড়া পেটাতে ময়দানে নেমে পড়েন বিজেপির নেতা-মন্ত্রীরা৷
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর টুইটে লেখেন, ‘এশিয়ার সর্ববৃহৎ এয়ারপোর্ট তৈরি হতে চলেছে নয়ডায়৷ এর মাধ্যমে দেশে ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে৷ এক লক্ষ লোকের কর্মসংস্থান হবে৷’

অনুরাগ ঠাকুর ছাড়া কেন্দ্রের একাধিক মন্ত্রী ও বিজেপি নেতা ওই ছবি-সহ টুইট করেন৷ কিন্তু ওটা যে আসলে বেজিং এয়ারপোর্টের ছবি সেটা জানাজানি হতে বেশি সময় লাগেনি৷
তার পরই আবার মুখ পোড়ে বিজেপির৷ সঙ্গে মাথা হেঁট হয় ভারতের৷ চিনা সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসের এক আধিকারিক টুইট করে জানান, ‘বেজিং ড্যাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ছবি দেখিয়ে ভারত সরকার তাদের উন্নয়নের প্রমাণ দিচ্ছে৷ এছাড়া দেখানো হয়েছে দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরের ছবি৷ এই ঘটনায় আমরা স্তম্ভিত৷’ জানা গিয়েছে, বেজিংয়ের এয়ারপোর্টটি ২০১৯ সালে তৈরি হয়েছে৷ মেগা প্রজেক্টের জন্য খরচ হয় ১৭.৪৭ বিলিয়ন ডলার৷ চিনের টুইটের পরই ভারতের নেটিজেনদের রোষে পড়েন বিজেপির নেতা-মন্ত্রীরা৷
ঘটনাটিকে লজ্জাজনক বলে টুইটারাইটরা অনেকেই জানান, ভারত ও উত্তরপ্রদেশের জন্য জেওয়ার এয়ারপোর্ট গুরুত্বপূর্ণ প্রজেক্ট৷ পড়শি দেশের বিমানবন্দরের ছবি ধার করে ভারতকে উপহাসের পাত্র করে তুলেছে বিজেপি৷

Previous articlePv Sindhu: ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনালে আটকে গেলেন পিভি সিন্ধু
Next articleএবার চিনের বিমানবন্দরকে মোদির কীর্তি বলে দেখানোর চেষ্টা, বিজেপির জালিয়াতি ফাঁস