Monday, May 19, 2025

মাত্র তিন মাস হল ত্রিপুরার(Tripura) মাটিতে সংগঠন শুরু করেছে তৃণমূল(TMC)। তবে এই অল্পসময়েই ত্রিপুরার মানুষ যে তৃণমূলকে আপন করে নিয়েছে তার প্রমাণ মিলল পুরভোটে(municipality Election)। প্রথমবার ভিন রাজ্যের পুরো নির্বাচনী লড়াই করে এখনো পর্যন্ত একটি আসন দখল করেছে ঘাসফুল শিবির। পাশাপাশি প্রাপ্ত ভোটের নিরিখে বহু জায়গাতেই তৃণমূল উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

রবিবার আগরতলায় ৬টি নগর পঞ্চায়েত এবং ১৩টি পুরসভায় ত্রিস্তরীয় নিরাপত্তাবলয়ে চলছে ভোট গণনা। সকাল ১১টা পর্যন্ত, আমবাসা পুর পরিষদের একটি আসনে জয় পেয়েছে তৃণমূল। ১৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুমন পাল। এছাড়াও একাধিক আসনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঘাসফুল। আগরতলা পুরসভায় আসন না পেলেও একাধিক ওয়ার্ডে কঠিন লড়াই দিচ্ছে ঘাসফুল শিবির। মোট প্রাপ্ত ভোটের নিরিখে সেখানকার ওয়ার্ড নম্বর ২০, ৫, ১৯ এবং ২১-এ দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। তবে ৫১ টি ওয়ার্ডের মধ্যে ইতিমধ্যে ১৯টিতে জয় পেয়েছে গেরুয়া শিবির।

আরও পড়ুন:Gautam Gambhir Receives another Threat Letter: তৃতীয়বার হুমকি-চিঠি গৌতমকে!

এদিকে এই জয়ে রীতিমতো উজ্জীবিত ঘাসফুল শিবির। তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে, ত্রিপুরার মাটিতে রীতিমতো প্রতিকূল পরিবেশে নির্বাচন হয়েছে। ব্যাপক মারধর করা হয়েছে তৃণমূল প্রার্থীদের। কিছুর পরও বিজেপির বিরুদ্ধে যথেষ্ট ভালো লড়াই দিচ্ছে তৃণমূল। আশা করা হচ্ছে এই নির্বাচনে ঘাসফুলের ঝুলিতে আসবে আরো বেশ কিছু আসন।

 

Related articles

জঙ্গি নিধনের পর এবার বিপুল অস্ত্র উদ্ধার! সোপিয়ানে সাফল্য ভারতীয় সেনার

অপারেশন সিন্দুরের পর থেকে লাগাতার জম্মু ও কাশ্মীর-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দেখা গিয়েছে...

ইস্টবেঙ্গলে সই প্যালেস্তাইনের মহম্মদ রশিদের

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত সেটাই হল। ইস্টবেঙ্গলে(Eastbengal) এবার প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদ(Mohammed Rashid)। আক্রমণ...

যারা উসকানি দিচ্ছে তারাই মামলা করেছে! নাম না করে বিকাশদের ধুয়ে দিলেন মমতা

SSC-র চাকরিহারাদের প্রতি তিনি সহনুভূতিশীল। কিন্তু তাঁদের যাঁরা উসকাচ্ছেন তাঁদের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

ভারতের প্রতিবাদে নড়ে বসল IMF, পাকিস্তানে সব আর্থিক অনুমোদনে নজরদারি

পাকিস্তানকে আইএমএফ-এর অনুদান আগেই আপত্তি জানিয়েছিল ভারত। এই টাকায় শুধুমাত্র জঙ্গি ফান্ডিং হবে বলে আগেই জানিয়েছিল ভারত। তারপরেও...
Exit mobile version