Omicron Variant : ওমিক্রনের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিলো ভারত

বাংলাদেশের অনুরোধেই  ভারত এই সিদ্ধান্ত নিয়েছে

খায়রুল আলম,  ঢাকা

অতিমারি করোনার নতুন ধরন ওমিক্রনের প্রেক্ষাপটে ভারত যে ‘লাল তালিকা’  তৈরি করেছে সেখান থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের অনুরোধেই  ভারত এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রক থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যেহেতু বাংলাদেশে এখনো এই ভাইরাস ধরা পড়ে নি তাই সে বিষয়টি উল্লেখ করে ভারত সরকারকে অবহিত করা হয়। সেই অনুরোধে সাড়া দিয়ে ওই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সবুজ সংকেত দিয়েছে।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, করোনাভাইরাসের ওমিক্রন ধরন প্রতিরোধে কিছু পদক্ষেপ নেয় ভারত। বাংলাদেশকে ওই তালিকাভুক্ত করে ভ্রমণে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করে ভারতীয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন- Mumbai: শরদ-আদিত্যর সঙ্গে সাক্ষাৎ, তরুণ শিল্পোদ্যোগীদের আহ্বান: মুম্বই সফরসূচি নিয়ে আর কী জানালেন মমতা?

এমনকি পূর্ণডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য যে ছাড় দেওয়া হচ্ছিল, সেটিও বাতিল করা হয়েছে।ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, ‘ঝুঁকিপূর্ণ’ দেশগুলো থেকে ভ্রমণকারীদের ভারতে পৌঁছানোর পরপরই আরটি-পিসিআর টেস্ট করাতে হবে এবং এর ফলাফল আসা পর্যন্ত বিমানবন্দরেই অপেক্ষা করতে হবে।

Previous articleAtk Mohunbagan: ‘মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আক্রমনাত্মক খেলব আমরা’, বললেন বাগান কোচ হাবাস
Next articleবুধবার থেকে নিয়ম করে গান্ধীমূর্তির সামনে ধর্নায় বসবেন বহিষ্কৃত সাংসদরা, জানালেন Derek O’Brien