Wednesday, November 12, 2025

Mamata: লক্ষ্য বিজেপি বিরোধিতা: আদিত্য-সঞ্জয়ের সঙ্গে দীর্ঘ আলোচনা মমতার

Date:

মুম্বইতে পা রেখেই রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhab Thakre) অসুস্থ থাকায় মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে দেখা করলেন উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে (Aditya Thakre)। ছিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতও (Sanjay Raut)। মুখ্যমন্ত্রীকে শাল ও পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান আদিত্য ও সঞ্জয়। রাজনৈতিক মহল সূত্রে খবর, দেশজুড়ে বিজেপির বিরোধিতাই লক্ষ্য। সেই বিষয় নিয়েই তৃণমূল সুপ্রিমো সঙ্গে আলোচনা হয় শিবসেনার দুই শীর্ষ নেতার।

একসময় মহারাষ্ট্র বিজেপির জোট সঙ্গী ছিল শিবসেনা। কিন্তু গত বিধানসভা নির্বাচনে সেই সম্পর্ক তলানিতে ঠেকেছে। বিজেপিকে বাদ দিয়ে অন্য জোট করে মহারাষ্ট্রে ক্ষমতা দখল করেছে উদ্ধব ঠাকরের দল। এই পরিস্থিতিতে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধিতায় তারা কী ভূমিকা নিতে চলেছে- সে বিষয়ে এদিন তৃণমূল সুপ্রিমোর সঙ্গে আদিত্য ও সঞ্জয়ের আলোচনা হয় বলে সূত্রের খবর।

সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যসভার ১২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তার মধ্যে যেমন তৃণমূলের (Tmc) দুই সাংসদ রয়েছেন, তেমনই রয়েছেন শিবসেনার (Shivsrna) দুই সাংসদও। এই পরিস্থিতিতে অধিবেশন কক্ষে বিরুদ্ধে এবং বাইরে আন্দোলনের বিষয়ে দুপক্ষের মধ্যে কথা হয় বলে সূত্রের খবর। সংসদের বাদল অধিবেশনে পেগাসাস থেকে কৃষি আইন বিষয়ে অধিবেশন সরগরম রেখেছিল তৃণমূল। তার ফল মিলেছে হাতেনাতে। পেগাসাস নিয়ে শীর্ষ আদালতের নির্দেশে তদন্ত কমিটি করা হয়েছে। বাতিল হচ্ছে কৃষি আইন। শীতকালীন অধিবেশনে মোদি সরকারের বিরোধিতা আন্দোলনের রূপরেখার বিষয়েও দু’দলের মধ্যে কথা হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।

এর পাশাপাশি গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে আলোচনা করেছেন আদিত্য ঠাকরে-সঞ্জয় রাউত বলে রাজনৈতিক মহল সূত্রে খবর। একই সঙ্গে পর্যটন ও চলচ্চিত্র জগৎ নিয়েও দুই পক্ষের আলোচনা হয়। বৈঠকের ছবি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন সঞ্জয় রাউত। বুধবার, মুম্বইয়ে তরুণ শিল্পোদ্যোগীদের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিনিয়োগে আহ্বান জানাবেন তিনি। এরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে। সেখানে বিজেপি বিরোধী শক্তিকে একজোট করে লড়াইয়ের বিষয় আলোচনা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন- Goa: ‘হাত’ ধরল গোয়া ফরোয়ার্ড পার্টি, প্রতারকদের বিশ্বাস করবে না গোয়া: তৃণমূল

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...
Exit mobile version