Thursday, November 27, 2025

শোভনের আরও দুই “সন্তান”র খোঁজ পর্ণশ্রীর বাড়িতে, কোলেপিটে মানুষ করেছেন রত্না

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস

এ যেন এক মায়ের গল্প। যা রূপকথার থেকে কোনও অংশে কম নয়। যেমন রক্তের সম্পর্ক শেষ কথা নয়। পৃথিবীতে এমন অনেক সম্পর্ক আছে, যে সম্পর্কে নাড়ির টান থাকে, হৃদয়ের অনুভূতি থাকে। কিন্তু নাম হয় না। এ যেন সেরকমই এক সম্পর্ক।

আরও পড়ুন:Meghalaya TMC: মেঘালয় প্রদেশ তৃণমূল সভাপতি চার্লস পিংরো, আজ কলকাতায় সাংবাদিক বৈঠক

রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। বেহালা পূর্বের (Behala East) তৃণমূল বিধায়ক (TMC MLA)। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাৎ। এবং রেকর্ড মার্জিনে জয়। জার্নিটা এখানেই শেষ নয়। রত্নার স্বপ্ন বিধায়ক হওয়া নয়। স্বামী শোভনের (Sovon Chatterjee) ছেড়ে যাওয়া ওয়ার্ডের অসহায় মানুষদের অভিভাবকের প্রয়োজন মেটানোই তাঁর লক্ষ্য। তাই ১৩১ নম্বর ওয়ার্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবার প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন রত্নাকেই। যে ওয়ার্ড থেকে একটা সময় ভোটে জিতে দু’দুবার কলকাতা পুরসভার (KMC) মেয়র (Mayor) হয়েছিলেন রত্নার স্বামী শোভন। কিন্তু প্রায় চারবছর পর্ণশ্রীর বাড়ি ছেড়ে বিশেষ বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়কে (Boisakhi Banerjee) অন্যত্র থাকেন শোভন চট্টোপাধ্যায়। তারপর থেকেই অভিভাবকহীন ওয়ার্ডের মানুষ। অভিভাবকহীন শোভন চট্টোপাধ্যায়ের বাড়ির লোকেরাও।

এরই মাঝে এবার প্রকাশ্যে এল নতুন এক তথ্য। শোভন চট্টোপাধ্যায়ের আরও দুই “সন্তান”র সন্ধান মিলল তাঁর পর্ণশ্রীর (Parnershree) বাড়ি থেকেই। রক্তের সম্পর্কে ঋষি এবং রুহি শোভন ও রত্না চট্টোপাধ্যায়ের পুত্র ও কন্যা। কিন্তু এর বাইরেও এমন দু’জন আছে, যাঁরা তাঁদের সন্তানসম।

বহু বছর আগে হঠাৎ একদিন দুই নাবালককে নিয়ে পর্ণশ্রীর বাড়িতে হাজির শোভন চট্টোপাধ্যায়। স্ত্রী রত্নাকে তিনি জানান, এই দু’জন তাঁদের ছেলে-মেয়ের মতই এই বাড়িতে থাকবে। একজনের বয়স ৮ বছর, আরেকজনের বয়স ৬ বছর। এই দুই শিশু রাস্তায় রাস্তায় জীবনের ঝুঁকি “মাদারি কা খেল” দেখিয়ে বেড়ায়। দু’বেলা দু’মুঠো খাবার জোটে না।

শোভনের ইচ্ছায় রত্নাও তখন থেকে নিজের দুই সন্তানের পাশাপাশি এই দুই শিশুকেও কোলেপিটে মানুষ করা শুরু করেন। এখন তাদের মধ্যে একজন ডাক্তারি পড়ার প্রস্তুতি নিচ্ছে। আর অন্যজন স্নাতকের। এবং আজকের দিনে তারা বেহালা পর্ণশ্রী বাড়িতেই রত্নাদেবীর সঙ্গে থাকে।

রত্না চট্টোপাধ্যায়ের কথায়, “অনেক বছর আগে হঠাৎ একদিন দুটি বাচ্চার হাত ধরে পর্ণশ্রীর বাড়িতে এসে আমার কাছে দিয়ে বলে আজ থেকে এরা আমাদের ছেলেমেয়েদের মতই থাকবে। একজনের নাম সায়ন। আরেকজনের নাম কারগিল। বহরমপুরের প্রত্যন্ত একটি গ্রাম থেকে শোভন তাদের নিয়ে এসেছিল। একজনের বয়স তখন ছিল ৬ বছর, আরেকজনের ৮ বছর। আমি তাদের মানুষ করেছি। এখনও তারা এই বাড়িতেই আমাদের সঙ্গে থাকে। আমার নিজের দুই সন্তানের থেকে কোনও অংশে কম নয় তারা। একজনকে আমি ডাক্তারি পড়ানোর প্রস্তুতি নিচ্ছি। আরেকজন গ্রাজুয়েশন করবে। কিন্তু শোভন চট্টোপাধ্যায় সেই যে আমার হাতে বাচ্চাদুটিকে তুলে দিয়ে গেল, সেখানেই দায়িত্ব শেষ। তারপর থেকে তারা কেমন আছে, কোথায় আছে, কী করছে, কোনও খবরই কোনওদিন নেয়নি। শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমি কিন্তু তাদের ছেড়ে দিইনি। তাঁরা এই বাড়িতেই আমার সঙ্গে থাকে।”

spot_img

Related articles

কালিয়াচকে সালিশি বৈঠক ঘিরে রণক্ষেত্র! নিহত ১ 

মালদহের কালিয়াচক ১ নম্বর ব্লকের রাজনগর মডেল মাদ্রাসায় ভুট্টাখেতে ট্র্যাক্টর চালানোকে কেন্দ্র করে ডাকা সালিশি বৈঠক শেষ পর্যন্ত...

শাসক-বিরোধী তরজার মধ্যেই শুরু ভলিবলে রাজ্য চ্যাম্পিয়নশিপ, অতিথি মেয়র

বিতর্কে জেরবার ময়দানে ভলিবল তাঁবুতে। শাসক বিরোধী তরজার মধ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য চ্যাম্পিয়নশিপ(State Vollyball Championship )।...

আবার ভূমিকম্প বাংলাদেশে! কম্পন ফের সেই নরসিংদীতে

প্রাণঘাতী ভূমিকম্পের আফটার শক এখনও পিছু ছাড়ছে না প্রতিবেশী দেশ বাংলাদেশের। এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার কেঁপে উঠল বাংলাদেশের...

‘হাঁটি হাঁটি পা পা’-র সাফল্য কামনায় দিঘার জগন্নাথ মন্দিরে আরতি রুক্মিনীর

রাত পোহালেই মুক্তি পেতে চলেছে অর্ণব মিদ্যা পরিচালিত ছবি 'হাঁটি হাঁটি পা পা'। প্রথমবার বড় পর্দায় একসাথে কাজ...