Hoogli: নর্দমার জমা জলে ডেঙ্গি আতঙ্ক কানাইপুরে, দ্রুত সমাধানের আশ্বাস পঞ্চায়েত প্রধানের

অভিযোগ পেয়েই দ্রুত ব্যবস্থা নিচ্ছে কানাইপুর পঞ্চায়েত।

নর্দমার জমা জল উঠে আসছে রাস্তায়। ডেঙ্গি (Dengue) আতঙ্কে দিন কাটছে কানাইপুরের। সবচেয়ে শোচনীয় অবস্থা কানাইপুরের (Kanaipur) গঙ্গানগরের ওয়াটার পাম্প (Water Pump) এলাকার বাসিন্দাদের। এলাকায় দীর্ঘদিন ধরে জমা হয়ে থাকছে জল। সেই জল রাস্তায় উঠে আরও সমস্যা বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নতুন করে বাঁধানো নর্দমা তৈরি করার সময়ই এই সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন- Jalpaiguri Death:ভিনরাজ্যে কাজ করতে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন জলপাইগুড়ির বাসিন্দা

রাস্তায় জমে থাকছে জল। আর জলে মশা ডিম পাড়ছে। বেড়েছে মশার দাপট। অভিযোগ পেয়েই, পঞ্চায়েত প্রধান অচ্ছেলাল যাদব (Acchelal Yadav) বলেন, ডিঙ্গু নিধনে যথাসাধ্য কাজ করা হচ্ছে। ইতিমধ্যে একটি টিম গঠন করে কাজ চালানো হচ্ছে। প্রথমে কানাইপুরে তিনজন ডিঙ্গু আক্রান্ত হলেও, এখন সংখ্যা শূন্য। যেসব জায়গা থেকে অভিযোগ আসছে সেখানেও দ্রুত কাজ শুরু করছে পঞ্চায়েত।

 

Previous articleকরোনাকালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কতজন বিনামূল্যে গ্যাস পেয়েছেন? জানাল কেন্দ্র
Next article৫ বছর কেরোসিনে লাগাতার ভর্তুকি কমেছে, বেড়েছে গ্যাসের খরচ, জানাল কেন্দ্র