Jalpaiguri Death:ভিনরাজ্যে কাজ করতে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন জলপাইগুড়ির বাসিন্দা

কেরালায় কাজ করতে গিয়ে আর সশরীরে বাড়ি ফেরা হল না জলপাইগুড়ির রাজেন রায়ের। পরিবর্তে বাড়িতে এলো তাঁর কফিনবন্দি নিথর দেহ। মর্মান্তিক এই ঘটনায় তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন:Omicron: ভারতেও ওমিক্রন হানা, কর্নাটকে দুজনের শরীরে সংক্রমণের হদিশ

রাজেন রায়ের বাড়ি জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের উত্তর মাঝগ্ৰামে। বয়স মাত্র ৩০ বছর। আর পাঁচজন পরিযায়ী শ্রমিকের মত পাঁচ বছরের মেয়ে এবং স্ত্রীকে বাড়িতে রেখে রাজেনও কেরালার রাজ্যে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়েছিলেন। রাজেনের সহকর্মী জানান, “আমরা সকলে একসাথে কাজ করছিলাম। সেসময় পা পিছলে চার তলা উপর থেকে পড়ে যায় রাজেন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।” এরপর উড়ানে করে তাঁর মরদেহ কফিনবন্দি করে রাজেনের বাড়ি পৌঁছে দেওয়া হয়। রাজেন রায়ের অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে এলাকার পঞ্চায়েত সদস্য মিন্টু রায় বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।


Previous articleSSC-র Group C তে ফের ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের
Next articleSupreme Court: সুপ্রিম নির্দেশ: বিবাহ বিচ্ছেদ হলেও সন্তানের ভরণপোষণ দায়িত্ব বাবারই