Omicron: ভারতেও ওমিক্রন হানা, কর্নাটকে দুজনের শরীরে সংক্রমণের হদিশ

এই প্রথম ভারতে করোনার এই নতুন ভেরিয়েন্টের হদিশ মিলল বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।

ভারতেও এবার করোনার (Corona) নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের (Omicron) হানা। কর্নাটকের দুজন করোনা আক্রান্তের শরীরে এই মারাত্মক ভেরিয়েন্টের হদিশ মিলেছে বলে স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার, স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কর্নাটকের (Karnataka) দুই রোগীর শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। তাঁদের বয়স ৬৬ এবং ৪৬। দুজনই পুরুষ। গোপনীয়তা রক্ষার জন্য তাদের পরিচয় আপাতত প্রকাশ করা হবে না বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

করোনভাইরাসের এই স্ট্রেনের জেরে বিশ্বজুড়ে আশঙ্কা ছড়িয়েছে। ইতিমধ্যেই সতর্ক কেন্দ্রীয় সরকার। বিদেশ থেকে আসা যাত্রীরদের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। এই প্রথম ভারতে ওমিক্রন ভেরিয়েন্টের হদিশ মিলেছে।

 

Previous article‘২৪ ঘন্টা সময় দিলাম’, বায়ুদূষণ মামলায় কেন্দ্র ও দিল্লি সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
Next articleSSC-র Group C তে ফের ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের