Saturday, November 29, 2025

Kangana Ranaut: বিক্ষোভের মুখে কঙ্গনা! ‘ক্ষমা চান’ গাড়ি ঘেরাও করে প্রতিবাদ কৃষকদের

Date:

Share post:

সর্বদাই বিতর্কের শিরোনামে! বেশ কয়েকদিন ধরেই কৃষি আন্দোলন নিয়ে মতামতের জেরে খবরের শিরোনামে রয়েছেন ‘বলিউড ক্যুইন’ কঙ্গনা রানাওয়াত। এবার পঞ্জাবে বিক্ষোভের মুখে পড়লেন কঙ্গনা। শুক্রবার হিমাচল প্রদেশ থেকে পঞ্জাবে প্রবেশের পর কিরতপুর সাহিবের কাছে বুঙ্গা সাহিবে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে অভিযোগ করেছেন অভিনেত্রী।

কঙ্গনার অভিযোগ, তিনি হিমাচল থেকে রওনা দেন। পঞ্জাবে পৌঁছতেই জনতা তাঁর গাড়ি ঘিরে ফেলে। তাঁরা নিজেদের কৃষক বলে দাবি করেন। তাঁকে ক্ষমা চাইতে বলার পাশাপাশি তাঁকে গালিগালাজ করা হয়েছে বলেও কঙ্গনার অভিযোগ। তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও তাঁর অভিযোগ।

এদিনের ঘটনার পর তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন অভিনেত্রী। বলেন, ‘পুলিশ ওখানে ছিল না। গণপ্রহারের মতো ঘটনা ঘটতে পারত। ছিঃ! এখানকার মানুষজনের লজ্জা হওয়া উচিত।” এরপরও ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে তিনি জানান, কৃষক আন্দোলন নিয়ে সমালোচনা করায় তাঁকে লাগাতার হুমকির মুখে পড়তে হচ্ছে। ভাতিন্ডার একজন আমাকে খুনের হুমকি দিয়েছে। কিন্তু আমি এসবে ভয় পাই না। রাষ্ট্রের বিরুদ্ধে যে শক্তিগুলি বারবার সক্রিয় হয়ে উঠতে চাইছে, তাদের বিরুদ্ধে আমি বলেই যাব।’

প্রসঙ্গত, দিল্লিতে কৃষক আন্দোলনের শুরুর পর থেকে এই আন্দোলনের তীব্র সমালোচনা করেছেন কঙ্গনা। নভেম্বরের ২০ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের ঘোষণা করার পর, ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছিলেন কঙ্গনা। সেখানে তিনি কৃষক আন্দোলনে অংশগ্রহণকারীদের সরাসরি ‘খালিস্তানি জঙ্গি’ বলে বর্ণনা করেছিলেন। আরও বলেছিলেন, ইন্দিরা গান্ধী দেশের যতই খারাপ করুন না কেন, তিনি নিজের জীবন দিয়েও এই ‘খালিস্তানি জঙ্গি’দের পায়ের তলায় পিশে দিয়েছিলেন। দেশ ভাগ হতে দেননি। এই পোস্টের পরই, দিল্লি শিখ গুরুদ্বার ম্যাননেজমেন্ট কমিটি তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিল। তারা বলে, কৃষক এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন কঙ্গনা। সমগ্র শিখ সম্প্রদায়কেই তিনি খালিস্তানি জঙ্গি বলে অপমান করেছেন।

আরও পড়ুন- Omicron: ভারতে আসা দক্ষিণ আফ্রিকার ১০ নাগরিক ‘নিখোঁজ’, উদ্বিগ্ন প্রশাসন

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...