Wednesday, December 31, 2025

TMC Meeting: জোর করে ভোট নয়: পুর-বৈঠকে কড়া নির্দেশ অভিষেকের, বাড়ি বাড়ি প্রচারে জোর

Date:

Share post:

কলকাতা পুরসভার ভোটের আগে শনিবার বসেছিল প্রার্থীদের নিয়ে তৃণমূলের (Tmc) স্ট্র্যাটিজি-বৈঠক। আর সেখানেই ভোটে কোনও রকম গা-জোয়ারি না করার কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, কোনও নেতা বা প্রার্থী যদি তাঁদের এলাকায় জোর করে ভোট করান, তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে দল। তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। একইসঙ্গে বাড়ি বাড়ি প্রচারের উপরেও জোর দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে সব ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা তথা পুরভোটে প্রার্থী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন গণতান্ত্রিক উপায়ে মানুষের আশীর্বাদ নিয়ে জয়লাভ করতে হবে। এক্ষেত্রে কোনও জোরাজুরি করা যাবে না। দল এখন যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে কেউ যদি এ ধরনের কাজ করেন তা শীর্ষ নেতৃত্বের নজরে আসবেই। সেক্ষেত্রে তার বিরুদ্ধে কড়া শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে। আগামী পাঁচবছর তাঁকে কাজ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন:Omicron: তৃতীয় আক্রান্তের খোঁজ মিলল গুজরাটে, করেছিলেন দক্ষিণ আফ্রিকা সফর

একইসঙ্গে অভিষেক নির্দেশ দেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ এবং পুরসভার কাজের খতিয়ান মানুষের সামনে তুলে ধরে, সেটাকেই প্রচারের হাতিয়ার করতে হবে। বাড়ি বাড়ি প্রচারের উপর জোর দেন তিনি। বলেন, কংগ্রেস-সিপিআইএম-বিজেপি (Congress-Cpim-Bjp)– ভোটার যে দলেরই সমর্থক হোন না কেন, সবার কাছে যেতে হবে। সবার আস্থা অর্জন করে ভোট চাইতে হবে।

দলে বিদ্রোহীদের বিষয়েও এদিন অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যাঁরা টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছেন, তাঁরা অন্যায় করেছেন। তাঁদের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে বলে জানান অভিষেক। একই সঙ্গে, বার্তা দেন যাঁরা পুরভোটে টিকিট পাননি, তাঁরাও তৃণমূলের সৈনিক। সবাইকে নিয়েই ভোটের ময়দানে লড়াই করতে হবে। সব মিলিয়ে বৈঠকে পুরভোটের ‘ডুস অ্যান্ড ডোন্টস’ বাতলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

এসএসসি মামলায় বাড়ল না সময়! বিজ্ঞপ্তি প্রত্যাহার শিক্ষা দফতরের

কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে নিজেদের জারি করা একটি বিজ্ঞপ্তি প্রত্যাহার করল রাজ্যের শিক্ষা দফতর। ২০১৬ সালে...

২০২৬-কে স্বাগত জানাল কিরীটিমাটি, বর্ষবরণের উৎসবে মাতল প্রশান্ত মহাসাগরের দ্বীপ

ক্যালেন্ডারের পাতা ওল্টানোর মাহেন্দ্রক্ষণে বিশ্ববাসীকে পথ দেখাল প্রশান্ত মহাসাগরের ছোট্ট প্রবাল দ্বীপ কিরীটিমাটি। ঘড়ির কাঁটা বারোটা ছোঁয়ার অনেক...

রাত পোহালেই প্রতিষ্ঠাদিবস! রাজ্য জুড়ে নানা কর্মসূচি তৃণমূলের

বৃহস্পতিবার ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে বাংলা জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দলের...

২০২৬-এর ভোটে আবাসনের মধ্যেই বুথ! প্রস্তুতি শুরু কমিশনের

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের একাধিক আবাসনের মধ্যেই ভোটগ্রহণ কেন্দ্র তৈরির প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন।...