Sunday, November 16, 2025

TMC Meeting: জোর করে ভোট নয়: পুর-বৈঠকে কড়া নির্দেশ অভিষেকের, বাড়ি বাড়ি প্রচারে জোর

Date:

কলকাতা পুরসভার ভোটের আগে শনিবার বসেছিল প্রার্থীদের নিয়ে তৃণমূলের (Tmc) স্ট্র্যাটিজি-বৈঠক। আর সেখানেই ভোটে কোনও রকম গা-জোয়ারি না করার কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, কোনও নেতা বা প্রার্থী যদি তাঁদের এলাকায় জোর করে ভোট করান, তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে দল। তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। একইসঙ্গে বাড়ি বাড়ি প্রচারের উপরেও জোর দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে সব ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা তথা পুরভোটে প্রার্থী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন গণতান্ত্রিক উপায়ে মানুষের আশীর্বাদ নিয়ে জয়লাভ করতে হবে। এক্ষেত্রে কোনও জোরাজুরি করা যাবে না। দল এখন যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে কেউ যদি এ ধরনের কাজ করেন তা শীর্ষ নেতৃত্বের নজরে আসবেই। সেক্ষেত্রে তার বিরুদ্ধে কড়া শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে। আগামী পাঁচবছর তাঁকে কাজ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন:Omicron: তৃতীয় আক্রান্তের খোঁজ মিলল গুজরাটে, করেছিলেন দক্ষিণ আফ্রিকা সফর

একইসঙ্গে অভিষেক নির্দেশ দেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ এবং পুরসভার কাজের খতিয়ান মানুষের সামনে তুলে ধরে, সেটাকেই প্রচারের হাতিয়ার করতে হবে। বাড়ি বাড়ি প্রচারের উপর জোর দেন তিনি। বলেন, কংগ্রেস-সিপিআইএম-বিজেপি (Congress-Cpim-Bjp)– ভোটার যে দলেরই সমর্থক হোন না কেন, সবার কাছে যেতে হবে। সবার আস্থা অর্জন করে ভোট চাইতে হবে।

দলে বিদ্রোহীদের বিষয়েও এদিন অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যাঁরা টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছেন, তাঁরা অন্যায় করেছেন। তাঁদের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে বলে জানান অভিষেক। একই সঙ্গে, বার্তা দেন যাঁরা পুরভোটে টিকিট পাননি, তাঁরাও তৃণমূলের সৈনিক। সবাইকে নিয়েই ভোটের ময়দানে লড়াই করতে হবে। সব মিলিয়ে বৈঠকে পুরভোটের ‘ডুস অ্যান্ড ডোন্টস’ বাতলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version