Friday, November 14, 2025

জেলায় জেলায় বৃষ্টি, কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে ডুবল পণ্যবাহী নৌকা

Date:

জওয়াদ (Jawad) ঘূর্ণিঝড়ের জেরে জেলায় জেলায় চলছে বৃষ্টি। সঙ্গে হাওয়া। এর মধ্যে কাকদ্বীপের (Kakdwip) মুড়িগঙ্গা নদীতে ডুবল পণ্যবাহী নৌকা। নৌকাটি ঘাটে নোঙর করা ছিল। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, রবিবার অর্থাৎ আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Nagaland Firing:সন্ত্রাসবাদী ভেবে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত একাধিক গ্রামবাসী

রবিবার সকালে মৌসুনী দ্বীপে (Mousuni Island) চিনাই নদীর বাঁধের একাংশ ভেঙে গিয়েছে। আতঙ্কে এলাকাবাসী। প্লাবিত বিস্তীর্ণ এলাকা। তবে কাকদ্বীপে সতর্ক এনডিআরএফ (NDRF)- পুলিশ (Police)। বাঁধের ওপর চলছে নজরদারি। চলছে মাইকিং। ইতিমধ্যেই নীচু এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার থেকে টানা বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রা৷ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৮৪ শতাংশ থাকবে। গত ২৪ ঘণ্টায় ০০৫.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version