Wednesday, August 27, 2025

Atk Mohunbagan: জামশেদপুর এফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হাবাস

Date:

আইএসএলে (Isl) মুম্বই সিটি এফসির (Mumbai city fc) কাছে ১-৫ এর লজ্জাজনক হারের পর সোমবার পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। সামনে জামশেদপুর এফসি(Jamshedpur fc)। গত ম্যাচে লজ্জাজনক হার ভুলে জামশেদপুর এফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া আন্তোনিও হাবাস লোপেজ। জামসেদপুর ম্যাচের আগের দিন এমনটাই জানালেন সবুজ-মেরুন কোচ।

সামনে এবার জামসেদপুর এফসি, প্রতিপক্ষকে সম্মান দিয়ে হাবাস বলেন,”জামসেদপুর এফসি খুবই ভালো দল। গতবারের তুলনায় ওদের আক্রমণ আরও জোরদার হয়েছে। খুব হাড্ডাহাড্ডি ও মানসম্পন্ন ম্যাচ হবে আশা করছি।ওদের গোটা দলই শক্তিশালী। তবে ভালস্কিস ও মিডফিল্ডে অ্যালেক্স লিমার উপর নজর রাখতে হবে। ওদের ভারতীয় খেলোয়াড়রাও বেশ ভালো। ওদের দলে ভালো আক্রমণ ও শক্তিশালী ডিফেন্স রয়েছে।”

মুম্বইয়ের বিরুদ্ধে ৫-১ হার। ম‍্যাচে দল ভালো খেলেনি সেটা পরিষ্কার জানালেন হাবাস। তিনি বলেন,”ম্যাচটি এখন অতীত। আমরা কোনও অজুহাত খুঁজছি না। মুম্বই আমাদের থেকে অনেক ভালো খেলেছে। দুর্ঘটনা ঘটতেই পারে। তবে আমার কাছে যেটা যন্ত্রণার, তা হল আমাদের দীপক টাংরিকে লাল কার্ড দেওয়া হল, অথচ রেফারি মুর্তাদা ফলকে লাল কার্ড দিল না। এদিকে অফসাইড সিদ্ধান্তও অনেক ভুল হয়েছে। তবে আমি আগেও বলেছি, মুম্বই আমাদের থেকে অনেক ভালো খেলেছে।”

শেষ ম্যাচে নিজেদের সেরা ফর্মে ছিলেন না রয় কৃষ্ণা ও হুগো বৌমোসরা। তবে নিজের দুই তারকা বিদেশির এই অফ ফর্মে চিন্তিত নন হাবাস। তিনি বলেন, “ওরাও তো মানুষ। ওরা প্রতিদিন নিজেদের শতভাগ দেয়, তবে গত ম্যাচে তা হতে পারেনি। আমি কেবল ওদের দোষ দেব না, দোষ গোটা দলেরই।”

এদিকে চোট কাটিয়ে জামশেদপুর ম‍্যাচে ফিরছেন স্প্যানিশ ডিফেন্ডার তিরি। চোটের কারণে এখনও অবধি একটি ম্যাচও খেলতে পারেননি তিনি।

আরও পড়ুন:VVS Laxman: ১৩ ডিসেম্বর জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমির প্রধান হিসাবে যোগ দেবেন লক্ষন : সূত্র

Related articles

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...
Exit mobile version