ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ২০২২ আইপিএলের( 2022 Ipl) প্রস্তুতি পর্ব। নিলামের প্রস্তুতিতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল গুলি। এরই মধ্যে বেটিংয়ের কালো ছায়া এসে হাজির হল আইপিএলে। সূত্রের খবর, আইপিএল ২০২২ এর নতুন ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদের কর্ণধার সংস্থা সিভিসি ক্যাপিটালের সঙ্গে একাধিক বিদেশি বেটিং কোম্পানির সঙ্গে সম্পর্ক রয়েছে। আর এবার এই নিয়ে নড়েচড়ে বসল বিসিসিআই।

কলকাতায় চলছে বিসিসিআইয়ের ৯০তম বার্ষিক সাধারণ সভার। শনিবার সেই সভার পর বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, এই বিষয়টির তদন্তে একটি নিরপেক্ষ প্যানেল বসানো হবে, যারা সিভিসি ক্যাপিটালের মালিকানা প্যাটার্ন নিয়ে তদন্ত করবে। আমরা একটি কমিটি গঠন করেছি যারা এই বিষয়টি তদন্ত করবে।”

সদ্য নিলামে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির স্বত্ত্ব কিনেছে সিভিসি ক্যাপিটালস।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস
