Fire: কাকভোরে হলদিয়ার ক্লোরাইড মেটাল কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, প্রাণহানির আশঙ্কা

১৫০জনের মত শ্রমিক কর্মচারী কাজ করেন কারখানায়।

প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire) হলদিয়ার (Haldia) ক্লোরাইড মেটাল কারখানায়। আজ, সোমবার কাকভোরে কারখানার লেড সেকশনে আগুন লাগে। জানা গিয়েছে, ভোর ৪টে নাগাদ ডিজেল ট্যাঙ্ক থেকে উপচে ছড়িয়ে পড়া তেলে প্রাথমিক পর্যায়ে কোনওভাবে আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে। তারপর সেই আগুন বড়সড় আকার নেয়। আগুন নেভাতে পেট্রকেম, হলদিয়া এনার্জি সহ বিভিন্ন সংস্থার ৪টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন আপাতত নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনের হতাহত আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:Suvendu Adhikary: পুরভোটে দেখা নেই, আস্থা হারাচ্ছেন দলীয় বিধায়করাও, বিজেপিতে কোণঠাসা শুভেন্দু

আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কারখানার লেড সেকশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্সাইড ব্যাটারি তৈরি সংস্থার সাবসিডিয়ারি সংস্থা হিসেবে ক্লোরাইড মেটাল ব্যাটারি শিল্পের জন্য পুরনো ব্যাটারি ভেঙে লেড ইনগট বা লেডের পিণ্ড তৈরি করে। হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডের অদূরে ধানসিরি পেট্রকেমের পাশে কাপাসএড়িয়া মৌজায় ২০একর জমিতে সম্প্রতি নতুন কারখানাটি গড়ে উঠেছে। ১৫০জনের মত শ্রমিক কর্মচারী কাজ করেন এখানে। আগুন লাগার কারণ নিয়ে এখনও পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ কিংবা দমকলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।



Previous articleIndia-New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘বিরাট জয়’ ভারতের, কিউয়িদের ৩৭২ রানে হারাল কোহলিরা
Next articleKMC 134: লড়াইয়ে TMC VS নির্দল, প্রার্থী নেই বাম-কংগ্রেস-বিজেপির