Thursday, August 28, 2025

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব, প্রার্থী, স্থানীয় নেতা-কর্মী-সবার উপর ত্রিপুরায় আক্রমণ চালিয়েছে বিজেপি (Bjp)। কখনও তাঁদের গুন্ডাবাহিনী, আবার কখনও বিপ্লব দেবের পুলিশ- হেনস্থা করেছে তৃণমূলকে (Tmc)। তাও, সে রাজ্যে শূন্য থেকে কুড়ি শতাংশ পৌঁছে গিয়েছে জোড়া ফুল শিবির। দলের এই সাফল্যে উচ্ছ্বসিত কাণ্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। মঙ্গলবার, দিল্লিতে বিরোধী সাংসদদের ধর্না মঞ্চ থেকে সেই উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি।

আরও পড়ুন- Mamata Banerjee: গ্রামাঞ্চলে ক্ষমতার অপব্যবহার করছে BSF: কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

ত্রিপুরায় তৃণমূলের নির্বাচনী ফলাফল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “ত্রিপুরার (Tripura) ফলাফল সারাদেশের কাছে একটা উদাহরণ। কারণ, শূন্য থেকে কুড়ি শতাংশ জায়গা পেতে বিজেপির লেগে গিয়েছিল যেখানে কুড়ি বছর। সেখানে তৃণমূল মাত্র দু- তিন মাসে ত্রিপুরায় সেই জায়গাটা দখল করেছে। আর সবাই জানেন, যে ত্রিপুরায় প্রার্থী তাঁর নিজের প্রচার করার সুযোগটুকু পর্যন্ত পাইনি।”

সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েই তৃণমূল সাংসদ অভিষেক জানিয়েছিলেন, বাংলার বাইরে যে রাজ্যেই দল পা রাখবে, সেখানেই লক্ষ্য হবে ক্ষমতা দখলের। বিশেষ করে বিজেপিশাসিত রাজ্য থেকে গেরুয়া শিবিরকে উৎখাত করার ডাক দেন তিনি। ত্রিপুরায় পুরভোটের কাণ্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায় বিজেপি পুলিশের আক্রমণকে প্রতিহত করে সংগঠন মজবুত করার কাজ করেছে তৃণমূলের ইয়ং ব্রিগেড। ফল মিলেছে হাতেনাতে। শূন্য থেকে ২০ শতাংশে পৌঁছে গিয়েছে মাত্র দু মাসে। এবার সেই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিষেক।

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version