Monday, August 25, 2025

Chief Minister: চিপ কথা বলবেন না: প্রশাসনিক বৈঠক থেকে বিধায়ককে কড়া ধমক মুখ্যমন্ত্রীর

Date:

প্রশাসনিক সভায় বেফাঁস কথা বলে মুখ্যমন্ত্রীর কড়া ধমক খেলেন বিধায়ক আবদুল করিম চৌধুরী (MLA Abdul Karim Chowdhury)। মঙ্গলবার, কর্ণজোড়ায় দুই দিনাজপুরকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সেখানে উত্তর দিনাজপুর (North Dinajpur) থেকে ইসলামপুরকে পৃথক করার দাবি জানান আবদুল করিম চৌধুরী। এমন প্রস্তাব শুনেই উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কড়া ধমক দেন বিধায়ককে। বলেন, “এরকম চিপ কথা বলবেন না। তাহলে আর কোনও বিধায়ককে বলতে দেব না।”

মমতা বলেন, “এরকম দাবি মিটিংয়ে (Meeting) করা উচিত নয়। এরকম হয় না। এসব চিপ কথাবার্তা বলবেন না।” এরপর তিনি বিষয়টি বুঝিয়ে দেন। বলেন, উত্তর দিনাজপুর একটা ছোট জেলা। তাতে আবার দুটো মহকুমা আছে। ইসলামপুর একটি মহকুমা। পুলিশ জেলা আছে ইসলামপুরে। এরপরই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “পৃথক জেলা হলে অফিসার কোথা থেকে পাবেন? অফিসার পেলে তবে তো হবে।”

মুখ্যমন্ত্রী জানান, একটা জেলা করতে অনেক পরিকাঠামোর পরিবর্তন প্রয়োজন। তাছাড়া রায়গঞ্জ থেকে ইসলামপুরের দূরত্ব খুব বেশি নয়। সুন্দরবনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “দেখেছেন, সুন্দরবন আর মুর্শিদাবাদ কত বড় জেলা? ভোটে জিতে গিয়েছেন। এখন ভাল করে মানুষের জন্য কাজ করুন। ওসব এখন হবে না।”

এরপর, বিধায়কদের উদ্দেশ্যে কড়া সুরেই মুখ্যমন্ত্রী বলেন, “যদি মনে করেন, নিজেদের মতো চিপ কথা বলবেন, তাহলে বিধায়কদের আমি কথা বলার অনুমতি দেব না। ওইটুকু জেলা। এবার বলবে আমার ঘরের মধ্যে জেলা করে দিন।” আবদুল করিম চৌধুরীর এই ধরনের আবদারে মুখ্যমন্ত্রী যথেষ্ট ক্ষুব্ধ তা স্পষ্ট বিধায়ককে বুঝিয়ে দেন তিনি।

আরও পড়ুন- Administrative Meeting: লক্ষ্য শিল্পস্থাপন: উত্তর দিনাজপুরে টেক্সটাইল পার্ক, জেলা প্রশাসনের তৎপরতা বৃদ্ধির বার্তা মুখ্যমন্ত্রীর

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version