Wednesday, November 26, 2025

একদিনে ৯০০ কর্মী ছাঁটাই! শুনতে খানিকটা অবাক লাগলেও এটাই সত্যি। তাও সামনাসামনি নয়, অতিমারি পর্বে তিনটি কারণ দেখিয়ে জুম কলেই কোম্পানীর ৯০০ কর্মচারীকে ছাঁটাই করেন বেটার ডট কম(Better.com)-এর সিইও(CEO) বিশাল গর্গ। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা নিয়ে সমালোচকদের মুখে পড়েছে বেটার ডট কম।

আরও পড়ুন:Omicron:কড়া নাড়ছে থার্ড ওয়েভ,রাজস্থানে একসঙ্গে ৯ জনের শরীরে ওমিক্রনের হদিশ

জানা গিয়েছে গত ১ ডিসেম্বরে কর্মীদের জুম কলে ডাকেন সিইও বিশাল গর্গ। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে,নিউ-ইয়র্কের বন্ধকী ঋণদাতা বেটার ডট কমের সিইও(CEO) কর্মীদের উদ্দেশ্যে বলছেন,”আমি আপনাদের কাছে খুব একটা ভাল খবর নিয়ে আসিনি। বাজার পরিবর্তিত হয়েছে এবং আমাদের টিকে থাকার জন্য এর সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে আশা করি, আমরা আমাদের লক্ষ্যের পথে উন্নতি করতে পারব এবং সরবরাহ করতে পারব। এটি এমন একটা খবর যা আপনারা শুনতে চান না। কিন্তু শেষ পর্যন্ত, এটি আমার সিদ্ধান্ত এবং আমি চেয়েছিলাম যে আপনারা তা আমার কাছ থেকেই শুনুন। এটি সত্যিই একটা চ্যালেঞ্জিং সিদ্ধান্ত। আমার কেরিয়ারে, না চাইলেও আমি দ্বিতীয়বার এটা করছি। শেষবার যখন এটা করেছিলাম, আমি কেঁদে ফেলেছিলাম। এবার আশা করি শক্ত থাকতে পারব। যাইহোক, মার্কেট এফিসিয়েন্সি, পারফরম্যান্স এবং উৎপাদনশীলতার (নিরিখে) আমরা কোম্পানির প্রায় ১৫ শতাংশ ছাঁটাই করছি। যারা এই কলে আছেন, তারা সেই দুর্ভাগ্যজনক গোষ্ঠীর অংশ যাদের ছাঁটাই করা হচ্ছে। এখানে আপনাদের কর্মসংস্থান অবিলম্বে বন্ধ করা হল।”

ঠিক ক্রিসমাসের ছুটির আগে কর্মচারীদের বিনা নোটিশেই মাত্র তিন মিনিটের একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একসঙ্গে ৯০০ জনকে বরখাস্ত করেন বিশাল গর্গ। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কর্মচারীরা। এরপরই এই ভিডিও কনফারেন্স নেটদুনিয়ায় ভাইরাল হয়ে ওঠে। এমনকি কোম্পানীর সিইওকে কড়া সমালোচনার মধ্যেও পড়তে হয়। যদিও গণহারে ছাঁটাই করলেও কর্মীদের চার সপ্তাহের ক্ষতিপূরণ এবং একমাসের সবরকম সুযোগসুবিধা দেওয়ার আশ্বাস দেন বিশাল গর্গ।


Related articles

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...
Exit mobile version