Cocaine Case: রাকেশ সিংয়ের পর এবার জামিন পেলেন বিজেপি নেত্রী পামেলা

পামেলাকে গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসে বন্দর এলাকার বিজেপি নেতা রাকেশ সিংহের নাম

0
1

সম্প্রতি কোকেন কাণ্ডে (Cocaine Case) প্রায় ৯ মাস জেলে থাকার পর শর্তসাপেক্ষে জামিন (Bail) পেয়েছিলেন বিজেপির (BJP) দাপুটে নেতা রাকেশ সিং (Rakesh Singh)। এবার সাড়ে ৯ মাস পর জামিন পেলেন মূল অভিযুক্ত বিজেপি নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami)। কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) পামেলার জামিন মঞ্জুর করে। একই সঙ্গে জামিন পেয়েছেন পামেলার সঙ্গী সোমনাথ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: Mamata Banerjee: আত্রেয়ী নদীতে বাঁধ তৈরির শিলান্যাস করে দ্রুত কাজ শেষের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিধানসভা ভোটের আগে, গত ১৯ ফেব্রুয়ারি নিউ আলিপুর এলাকা থেকে ৭৬ গ্রাম (আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা) মাদক-সহ পুলিশ হাতেনাতে গ্রেফতার করে বিজেপি যুবনেত্রী পামেলাকে। একই সঙ্গে গ্রেফতার করা হয় পামেলার সঙ্গী সোমনাথকেও।

পামেলাকে গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসে বন্দর এলাকার বিজেপি নেতা রাকেশ সিংহের নাম। রাকেশের বিরুদ্ধে পামেলা ষড়যন্ত্র করে ফাঁসানো ও তাঁকে যৌন নির্যাতনের তত্ত্ব খাড়া করেছিলেন। এরপর লালবাজারের গোয়েন্দারা রাকেশ সিংকে তলব করে। রাকেশ গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়। কিন্তু আদালত তা খারিজ করে দিলে হাইকোর্ট থেকেই বেপাত্তা হয়ে যান বিজেপি নেতা। অবশেষেতাঁকে বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করে পুলিশ। রাকেশ অন্য রাজ্যে গা ঢাকা দেওয়ার পরিকল্পনায় ছিলেন বলে পুলিশের দাবি ছিল।