Friday, January 30, 2026

সেনা সর্বাধিনায়ক Bipin Rawat-এর মৃত্যু: সংসদে বিবৃতি প্রতিরক্ষামন্ত্রীর

Date:

Share post:

সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের (Bipin Rawat) মৃত্যু নিয়ে সংসদের দুই কক্ষেই বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। বৃহস্পতিবার লোকসভা (Lok Sabha) ও রাজ্যসভায় (Rajya Sabhha) রাজনাথ জানান, সন্ধের মধ্যেই বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত (Madhulika Rawat) সহ ১৩ জনের মৃতদেহ বায়ুসেনার বিমানে করে দিল্লিতে নিয়ে আসা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মৃতদের প্রতি শ্রদ্ধা জানান। সেইসঙ্গে প্রতিশ্রুতি দেন, দ্রুত তদন্ত কমিটি গড়ে সত্য উন্মোচন করা হবে।

আরও পড়ুন-M17-v5: শেষপর্যন্ত পাওয়া গেল M17-v5 হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স

লোকসভার স্পিকার ওম বিড়লাও (Speaker Om Birla) এই ঘটনায় শোকজ্ঞাপন করেন। তামিলনাড়ু (Tamil Nadu)-কর্ণাটক (Karnataka) সীমানায় কুন্নুর চা বাগানে এমআই-১৭ ভি ফাইভ চপার দুর্ঘটনা নিয়ে সংসদের দুই কক্ষেই রাজনাথ সিং বলেন, চপার দুর্ঘটনায় ১৪ জনের মধ্যে সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। সেনার হাসপাতালে চিকিৎসা চলছে দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের (Captain Varun Singh)। তিনি এখন লাইফ সাপোর্ট সিস্টেমে রয়েছেন। প্রয়োজনে তাঁকে অন্য হাসপাতালে পাঠানো হতে পারে। নিহতদের শ্রদ্ধা জানিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য পালন করা হবে। প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, এই ঘটনার কারণ খুঁজে বের করতে তিন বাহিনীর যৌথ তদন্ত কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছে বায়ুসেনা। তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং।

আরও পড়ুন-Tejashwi Yadav: হাইপ্রোফাইল বাগদান: লালু-পুত্র তেজস্বীর সঙ্গে আংটি-বদল ছোটবেলার বান্ধবীর!

এদিকে প্রায় ২২ ঘণ্টা পর উদ্ধার হয়েছে দুর্ঘটনাগ্রস্ত চপারের ব্ল্যাক বক্স। আশা করা হচ্ছে, এর মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা সম্ভব হবে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত চপারটির সঙ্গে ১২.০৮ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ১২.১৫ মিনিটে চপারটির পৌঁছানোর কথা ছিল গন্তব্যস্থলে । অর্থাৎ ভূমিতে ল্যান্ড করার মাত্র ৭ মিনিট আগে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় প্রয়াত বিপিন রাওয়াতের (Bipin Rawat) শেষকৃত্য হওয়ার কথা। তার আগে শ্রদ্ধা জানানোর জন্য সস্ত্রীক তাঁর মৃতদেহ রাখা থাকবে দিল্লির বাড়িতে। বেলা এগারোটা থেকে দুটো পর্যন্ত সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে পারবেন জেনারেল রাওয়াতকে। এদিকে বৃহস্পতিবার সকালেই জেনারেল বিপিন রাওয়াতের বাড়িতে পৌঁছন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। এছাড়া ভারতীয় বায়ুসেনা প্রধান মার্শাল ভিআর চৌধুরী যান কুন্নুরের ঘটনাস্থলে। জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও।

spot_img

Related articles

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...