Tuesday, August 26, 2025

তিন বছরের বেশি সময় জেলে থাকার পর এবার মুক্তি মিলতে পারে ভীমা-কোরেগাঁও মামলায় (Bhima Koregaon Case) অভিযুক্ত সমাজকর্মী সুধা ভরদ্বাজের (Sudha Bharadwaj)। সমাজকর্মীর গতিবিধির উপর বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। তবে একাধিক কঠোর শর্তেই জেল থেকে ছাড়া পেতে পারেন সুধা (Sudha Bharadwaj)। বৃহস্পতিবার এনআইএ-র ( National Investigation Agency) বিশেষ আদালত ৫০ হাজার টাকা বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে।

শর্তগুলি হল–
*আদালতের অনুমতি ছাড়া সুধা ভরদ্বাজ মুম্বই ছাড়তে পারবেন না।
*সুধা আইনজীবী হিসেবে কাজ করা সত্ত্বেও ছত্তিসগড়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
*সুধাও কোনও জমায়েত হাজির হতে পারবেন না।

আরও পড়ুন-M17-v5: শেষপর্যন্ত পাওয়া গেল M17-v5 হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স

সুপ্রিম কোর্টের (Supreme Court) তিন বিচারপতির বেঞ্চ সুধাকে জামিন দেওয়া নিয়ে বম্বে হাই কোর্টের (Bombay High Court) রায়কেই বুধবার বহাল রেখেছিল। জামিনের শর্ত নির্ধারণের জন্য আজকের মধ্যে ভীমা-কোরেগাঁও মামলায় অভিযুক্ত সমাজকর্মী সুধা ভরদ্বাজকে এনআইএ-র বিশেষ আদালতে হাজির হতে বলা হয়েছিল। আজ তাঁর আইনজীবী যুগ মোহিত চৌধুরি আদালতে হাজির হয়ে আবেদন জানান, আর্থিক বন্ডে সুধাকে জামিন দেওয়া হোক। তিনি আবেদন জানান, সুধাকে মহারাষ্ট্রের মধ্যে ভ্রমণের এবং তাঁর বাড়ি হরিয়ানা ও কর্মস্থল ছত্তিশগড় যাওয়ার অনুমতি দেওয়া হোক। এনআইএ-র বিশেষ আদালতের আইনজীবী প্রকাশ শেট্টি আর্থিক বন্ডের বিনিময়ে জামিনের আবেদনের বিরোধিতা করেননি। তবে সুধার মুম্বই ছেড়ে অন্য কোথাও যাওয়া নিয়ে আপত্তি তোলেন। সুধার পাসপোর্টও জমা রাখতে বলেছে আদালত।

এই মামলার শুনানির সময় সুধা ভরদ্বাজকে হাজির থাকার নির্দেশ দিয়েছে কোর্ট। বিচারকের নির্দেশ, মামলা নিয়ে সুধা কোনও জায়গায় মৌখিক বা লিখিত মন্তব্য করতে পারবেন না। বিচারক নির্দেশ দিয়েছেন, “নিকটাত্মীয় ছাড়া অভিযুক্ত সুধা ভরদ্বাজের পাশে কারোর যাওয়া নিষেধ।” সুধার আইনজীবী যুগ মোহিত চৌধুরি জানিয়েছেন, আগামিকাল,শুক্রবার জেল থেকে ছাড়া পাবেন সুধা ভরদ্বাজ।

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version