Thursday, August 21, 2025

Oxygen Plant: দেশে কত অক্সিজেন প্ল্যান্টের অনুমোদন দিয়েছে কেন্দ্র? মালার প্রশ্নে জবাবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

সারা দেশে কতগুলি অক্সিজেন প্ল্যান্ট আছে? এই প্ল্যান্টগুলির দৈনিক অক্সিজেন (Oxygen) উৎপাদন করার ক্ষমতা কত? বর্তমানে করোনা রোগীদের চিকিৎসার প্রয়োজনে যে অক্সিজেনের প্রয়োজন হয় তা কি এই প্ল্যান্টগুলি থেকেই পাওয়া যাচ্ছে? বিভিন্ন রাজ্য ও জেলায় অক্সিজেন প্ল্যান্ট (Plant) তৈরি করতে কেন্দ্র কী পদক্ষেপ নিয়েছে? কেন্দ্রের পাশাপাশি রাজ্যগুলি কি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে বিনিয়োগ করছে? আগামী দিনে বিভিন্ন রাজ্যে কি আরও কিছু অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা কেন্দ্রের আছে? শুক্রবার, সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রশ্নগুলির উত্তর জানতে চান তৃণমূল (Tmc) সাংসদ মালা রায় (Mala Ray)।

উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার (Bharati Prabin Power) বলেন, কেন্দ্র ইতিমধ্যেই দেশে ১৫৬৩ টি পিএসএ (Psa) অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট অনুমোদন করেছে। যার মধ্যে বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ১২২৫ টি প্ল্যান্ট তাদের কাজ শুরু করেছে। এই প্ল্যান্টগুলি পিএম কেয়ার্স ফান্ডের অর্থ দিয়ে তৈরি করা হয়েছে। গোটা দেশে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা আরও ৩৩৮ টি পিএসএ প্ল্যান্ট তৈরি করেছে। বর্তমানে প্রতিদিন বিভিন্ন আইসিইউ এবং আইসিইউ নয় এমন বেডে প্রতি মিনিটে যথাক্রমে ২৪ ও ১০ লিটার অক্সিজেন প্রয়োজন হয়। বর্তমানে চালু থাকা অক্সিজেন প্ল্যান্টগুলির প্রতিদিন অন্তত এক লক্ষ লিটার অক্সিজেন সরবরাহ করার ক্ষমতা আছে। পিএম কেয়ার্স ফান্ড থেকে পাওয়া অর্থে যে সমস্ত প্ল্যান্ট তৈরি হচ্ছে সেগুলি নির্মাণ করছে কেন্দ্র। তবে তার জন্য জায়গা দিতে হচ্ছে রাজ্যগুলিকে। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট ৫১টি অক্সিজেন প্ল্যান্ট আছে বলে মন্ত্রী জানান।

আরও পড়ুন- Mamata Banerjee: মানবাধিকার দিবস: হিংসা এবং অসাম্যের বিরুদ্ধে আওয়াজ তোলার বার্তা মুখ্যমন্ত্রীর

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...