Mamata Banerjee: মানবাধিকার দিবস: হিংসা এবং অসাম্যের বিরুদ্ধে আওয়াজ তোলার বার্তা মুখ্যমন্ত্রীর

বিশ্ব মানবাধিকার দিবস একজোটে মানুষের হয়ে কাজ করার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বৈষম্যকে দূরে সরিয়ে হিংসা এবং অসাম্যের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আজ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস (World Humanrights Day)। আজকের দিনটির কথা মাথায় রেখে টুইট (Tweet) করেন মুখ্যমন্ত্রী।

নিজের টুইটার হ্যান্ডেলে (Tweeter Handle) মুখ্যমন্ত্রী লেখেন,
“এই বছর মানবাধিকার দিবসে কয়েকটি শপথ নেওয়া অত্যন্ত জরুরি। চলুন আমরা হিংসা এবং অসাম্যের বিরুদ্ধে আওয়াজ তুলি। একজোট হয়ে পরস্পরের জন্য লড়াই করি। একে অপরের পাশে দাঁড়াই। একজোট হয়ে লড়াইয়ে আমরা মানবাধিকার খর্ব করে এমন যে কোনও শক্তিকে পরাস্ত করতে পারব। এবারের মানবাধিকার দিবসে মানুষের অধিকারটাই সবার আগে রাখা উচিত।’‌

এই বার্তার মধ্যে দিয়ে দেশে সাম্প্রদায়িক হিংসা ও অসাম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন মমতা।

আরও পড়ুন- Bipin Rawat:পূর্ণ রাষ্টীয় মর্যাদায় চিরতরে বিদায় নিলেন দেশের প্রথম CBS বিপিন রাওয়াত

Previous articleফের ধাক্কা খেল শেয়ারবাজার, ২০ পয়েন্ট নামল সেনসেক্স
Next articleOxygen Plant: দেশে কত অক্সিজেন প্ল্যান্টের অনুমোদন দিয়েছে কেন্দ্র? মালার প্রশ্নে জবাবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী