Tiger: ২৮ বছর পরে বক্সায় ক্যামেরাবন্দি বাঘের ছবি, উচ্ছ্বসিত বনদফতর

দীর্ঘ বছর পর বক্সায় দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের

১৯৯৮ সালের পর ফের বক্সার (Buxa) জঙ্গলে দেখা মিলল বাঘের (Tiger)। বনদফতরে পাতা ক্যামেরা-ট্র্যাপে ধরা পড়েছে বাঘের ছবি। ধরা পড়েছে বাঘের পায়ের ছাপের ছবিও। ছবি দেখে বাঘটি রয়েল বেঙ্গল টাইগার বলেই অনুমান। এই ঘটনায় উচ্ছ্বসিত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallik)। তিনি জানান, এটি অত্যন্ত আনন্দের খবর। দীর্ঘদিন পরে ওই অঞ্চলে বাঘ দেখা গিয়েছে। সেটি সংরক্ষণ এবং ওই অঞ্চলে বাঘের প্রজনন বাড়ানোর জন্য সবরকম ব্যবস্থা নেবে বনদফতর। বনদফতরের তরফ থেকে সোমবার একটি দল যাচ্ছে বক্সা জঙ্গলে।

আরও পড়ুন- Traffic Awareness: কেন হচ্ছে দুর্ঘটনা? কারণ বিশ্লেষণ করে পথচারীদের সতর্ক করল তিলজলা ট্রাফিক গার্ড

Previous articleBengal: বিজয় হাজারের ট্রফিতে আবারও হার বাংলার, তামিলনাড়ুর কাছে ১৪৬ রানের হারল সুদীপ চট্টোপাধ্যায়ের দল
Next articleকংগ্ৰেস ছাড়াও সম্ভব বিরোধী জোট, এবার বিস্ফোরক ভোটকুশলী প্রশান্ত কিশোর