Monday, August 25, 2025

হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াতের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি সুব্রহ্মণ্যমের

Date:

Share post:

তামিলনাড়ুর(Tamilnadu) কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত(BipinRawat)। ভয়াবহ এই মৃত্যুর ঘটনায় তদন্তের দাবিতে আগেই সরব হয়েছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, এবার সুপ্রিম কোর্টের(Supreme Court) বিচারপতির তত্ত্বাবধানে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি তুললেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী(Subramanian Swamy)।

এদিন টুইটারে এক ভিডিও বার্তায় সুব্রহ্মণ্যম বলেন, উন্নত প্রযুক্তির অত্যাধুনিক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়া এবং সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যুতে দেশবাসীর মনে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। পাশাপাশি সুব্রহ্মণ্যম বলেন, “উনি অত্যন্ত স্পষ্টবাদী এবং কঠোর ব্যক্তি ছিলেন। এমন বহু মানুষ আছেন যারা ওনাকে পছন্দ করতেন না। একইসঙ্গে এমন অত্যাধুনিক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।” নিজের ভিডিওবার্তায় তাইওয়ানের শীর্ষ সেনা আধিকারিকের হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর উদাহরণ টেনে সুব্রহ্মণ্যম বিপিন রাওয়াতের মৃত্যুতে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির নজরদারিতে উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেন।

আরও পড়ুন:Tripura: ফের কলকাতার ছবি দিয়ে বিজেপি-শাসিত রাজ্যের ‘উন্নয়নের’ বিজ্ঞাপন! এবার ত্রিপুরা

সুব্রহ্মণ্যম বলেন, “সম্প্রতি তাইওয়ানের শীর্ষ সেনা আধিকারিকের হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় তাইওয়ান জানায় এর পিছনে চিনের হাত রয়েছে। কিন্তু ভারত সরকার জোর দিয়ে বলছে খারাপ আবহাওয়ার জন্য এই দুর্ঘটনা। দেশের ৯৫ শতাংশ মানুষ সুপ্রিমকোর্টকে ভরসা করে আর সেই জন্যই শীর্ষ আদালতের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে এই ঘটনার তদন্ত হোক। ”

বিজেপি সংসদ আরও বলেন, “দেশবাসীর স্পষ্ট ভাবে জানা উচিত এই দুর্ঘটনা কোনও যান্ত্রিক ত্রুটির জেরে হয়েছে, নাকি ঘরের ভিতরে শত্রু বাসা বেধেছে, নাকি এটা বৈদেশিক শত্রুদের ষড়যন্ত্র। ভারত অনেক বড় একটি দেশ। ফলে এই ধরনের কোনো ষড়যন্ত্র রচিত হওয়া অস্বাভাবিক নয়। আমাদের এই ঘটনার গভীরে গিয়ে তদন্ত করা উচিত।”

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...