Friday, November 14, 2025

কংগ্ৰেস ছাড়াও সম্ভব বিরোধী জোট, এবার বিস্ফোরক ভোটকুশলী প্রশান্ত কিশোর

Date:

Share post:

বিজেপি বিরোধিতায় জাতীয় রাজনীতিতে ‘ঠুঁটো জগন্নাথ’ হয়ে বসে থাকা কংগ্রেসকে বারবার কটাক্ষ করেছে তৃণমূল(TMC)। পাশাপাশি কংগ্রেসের(Congress) সঙ্গে দূরত্ব বজায় রেখে ২৪-কে নজরে রেখে বিরোধী ঐক্যে শান দেওয়ার কাজও শুরু হয়েছে। এহেন পরিস্থিতিতেই এবার বিস্ফোরণ ঘটালে ভোটকুশলী প্রশান্ত কিশোর(Prashant Kishor)। জানিয়ে দিলেন, কংগ্রেস ছাড়াও বিজেপি বিরোধী জোট সম্ভব। সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী ফ্রন্টে আর অনিবার্য নয় কংগ্রেস।

সম্প্রতি এক সর্বভারতীয় মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, “১৯৮৪ সালের পর আর একটা লোকসভা নির্বাচনও কংগ্রেস একার দমে জেতেনি। সব ভোটেই সরকার গড়তে কোনও কোনও দলের সমর্থন প্রয়োজন হয়েছে হাত শিবিরের। গত এক দশকে তো ৯০ শতাংশ নির্বাচনেই হাত শিবির পরাস্ত হয়েছে। কংগ্রেস নেতারা মনে করেন শুধু টুইট করে আর মোমবাতি মিছিল করে বিজেপিকে হারানো সম্ভব। কিন্তু এই ধারণা একেবারে ভুল।” শুধু তাই নয় পিকে স্পষ্ট ভাবে বুঝিয়ে দেন, কংগ্রেসকে যদি নিজেদের অবস্থা শোধরাতে হয়, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গান্ধী পরিবারের বাইরে কাউকে সভাপতি নির্বাচন করতে হবে। শুধু টুইট করে আর মোমবাতি মিছিল করে নরেন্দ্র মোদির (Narendra Modi) মতো নেতাকে হারানো যাবে না। কংগ্রেস নেতারা সেটা বোঝেন না।

আরও পড়ুন:প্রকাশ্যে নমাজ নয়! গেরুয়া রাজ্য হরিয়ানায় ‘একুশে আইন’ খট্টরের

উল্লেখ্য, কয়েক মাস আগেই বিজেপি বিরোধী ফ্রন্ট গড়তে কোমর বেঁধে ময়দানে নেমেছেন প্রশান্ত কিশোর। দফায় দফায় তিনি বৈঠক করেছেন শরদ পাওয়ার সঙ্গে। তখন অবশ্য কংগ্রেসকে নিয়ে ফ্রন্ট গড়ার কথা বলেছিলেন তিনি। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে প্রেক্ষাপট বদলে গিয়েছে। দেশজুড়ে কংগ্রেসের শক্তিক্ষয় অন্যদিকে তৃণমূলের শক্তিবৃদ্ধি হয়েছে। বহু কংগ্রেস নেতা যোগ দিয়েছেন তৃণমূলে। এই পরিস্থিতিতে পিকের মন্তব্যে রাজনৈতিক মহলের অনুমান, আসলে তৃণমূলকে কংগ্রেসের বিকল্প হিসেবে দেখছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।

spot_img

Related articles

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...