Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) শনিবার আইএসএলে চেন্নাইয়ান এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল এটিকে মোহনবাগান। বাগানের একমাত্র গোল লিস্টন কোলোসোর। পরপর দুই ম্যাচে হারের পর অবশেষে এক পয়েন্ট ঘরে তুলল হাবাসের দল।

২) রবিবার আইএসএলের পরবর্তী ম‍্যাচে কেরলা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। পাঁচ ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে, লিগ টেবিলে এই মুহূর্তে লাস্ট বয় মানোলো দিয়াজের দল। তাই তো কেরলার বিরুদ্ধে জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

৩) ‘বিরাট কোহলির সঙ্গে তাঁর কথাও হয়েছে। কোথাও কোনও সমস্যা নেই।’ বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একদিনের ক্রিকেটে বিরাটকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর আবারও মুখ খুললেন সৌরভ।

৪) বিজয় হাজারের ট্রফিতে আবারও হার বাংলার ।পুদুচেরির পর শনিবার তামিলনাড়ুর কাছে হারল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। এদিন তামিলনাড়ুর কাছে ১৪৬ রানের বড় হার হজম করতে হল বাংলা দলকে।

৫) উদ্ধার হল মারাদোনার চুরি যাওয়া ঘড়ি। দুবাই থেকে দিয়েগো মারাদোনার চুরি যাওয়া ঘড়ি পাওয়া গেল অসমে। খবর টুইট করে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Previous articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ
Next articleWeather Forecast: অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহেই রাজ্যে শুরু শীতের ইনিংস