চিদম্বরমকে পাল্টা দিলেন সাংসদ মহুয়া

গোয়ায় ক্ষমতায় এলেই ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পে মাসে ৫০০০ টাকা করে বছরে ৬০ হাজার টাকা দেবে তৃণমূল সরকার। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। টুইটে তৃণমূলের এই প্রকল্পকে কটাক্ষ করে চিদম্বরম লিখেছেন, ‘এই অঙ্কের জন্য অর্থনীতিতে নোবেল পাওয়া উচিত। গোয়াতে প্রত্যেক মহিলাকে মাসে ৫ হাজার করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি, যা দিতে হবে ৩.৫ লাখ মহিলাকে। অর্থাৎ মাসে খরচ হবে ১৭৫ কোটি টাকা এবং বছরে ২ হাজার ১০০ কোটি টাকা। ভগবান গোয়ার ভালো করুন। নাকি গোয়াই পারে গোয়াকে বাঁচাতে?’

আরও পড়ুন- বঙ্গের মত এবার কেরলেও রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত চরমে
খাতায় কলমে হিসেব করে গোয়ার তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী জানিয়েছেন, ‘হ্যাঁ স্যার, ৩.৫ লাখের জন্য মাসে ৫ হাজার টাকা। অর্থাৎ ২ হাজার ১০০ কোটি, যা মোট বাজেটের ৬থেকে ৮ শতাংশ। করোনা পরবর্তী পরিস্থিতিতে অর্থনীতিতে উন্নতির ক্ষেত্রে হাতে নগদ অর্থ তুলে দেওয়া প্রয়োজন।’ গত শনিবার গোয়াতে এই ‘গৃহলক্ষ্মী’ প্রকল্প ঘোষণা করেন সাংসদ মহুয়া মৈত্র।

Previous articleVirat Kohli: কোহলিকে সরানো নিয়ে মুখ খুললেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার
Next articleKandi Murder Case: তৃণমূল নেতা খুনের ঘটনায় ২৪ ঘন্টায় গ্রেফতার ৪